১০০ দিনের কাজ করছেন দীপিকা-জ্যাকলিন! গুরুতর দুর্নীতি জাতীয় কর্মসংস্থান প্রকল্পে
চাকরির কার্ডে দীপিকা পাড়ুকোন ছবি, ত্রিশ হাজার টাকা তার নামে তোলা হয়েছিল, যদিও সে কাজে যায়নি।
নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পে জালিয়াতি। 'জব কার্ডে' নাম দীপিকা পাড়ুকোন ও জ্যাকলিন ফার্নান্দেজের। এতেই শেষ নয়, প্রায় ১০টি ফেক কার্ডে রয়েছে এইরকমই বেশ কিছু তথ্য। সেখানে রয়েছে অভিনেতা অভিনেত্রীদের নাম। এখানে যে লাখ টাকার কারচুপি রয়েছে তা নিশ্চিত করেচে পুলিস।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝিরনিয়া জেলায়। জাল জব কার্ড নিয়ে তোলা হচ্ছে টাকা। জানা যাচ্ছে, এই গুরুতর জালিয়াতির সঙ্গে জড়িত পঞ্চায়েত প্রধান, গ্রামীণ দুর্নীতির সঙ্গে সুনিশ্চিতকরণ প্রকল্পের সচিব।
সরকারি পঞ্চায়েত, সেক্রেটারি এবং ঝিরনিয়া জেলার পিপারখেদা নাকা পঞ্চায়েতের সহকারী এই প্রকল্পের ভুয়ো জব কার্ড তৈরি করতে বলিউড অভিনেত্রীর ছবি ব্যবহার করেছিলেন। জাল জব কার্ডগুলির অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
মনু দুবে নামের একটি জব কার্ডে অভিনেত্রী দীপিকা পাডুকোন ছবি ব্যবহার করা হয়েছিল। মনু দুবে জানান, চাকরির কার্ডে দীপিকা পাড়ুকোন ছবি ছিল, তাঁকে কোনও দিনই কাজে যেতে হয়নি। কার্ডও ছিল না তার কাছে। প্রায় ত্রিশ হাজার টাকা তার নামে তোলা হয়েছে।