আর কয়েক মাসের মধ্যেই আসছে কোভিড ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
ভ্যাকসিন না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক মাসের মধ্যে আসতে চলেছে কোভিড ভ্যাকসিন। ৬ মাসের মধ্যেই দেশে টিকাকরণ শুরু হয়ে যাওয়া উচিত। এমনটাই মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন,''ভ্যাকসিন প্রক্রিয়ার মধ্যেই রয়েছি আমরা। কয়েক মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসা উচিত। আগামী ৬ মাসের মধ্যে ভারতীয়দের কাছে টিকা পৌঁছে যাওয়ার কথা।''
ভ্যাকসিন না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়,''সোশ্যাল ভ্যাকসিনই জীবন বাঁচাতে পারে। কোভিডের বিরুদ্ধে জনআন্দোলন গড়ে উঠেছে। তবে কাজকর্ম করলেও রাস্তাঘাটে সুরক্ষাবিধি মেনে চলা জরুরি। ৬ ফুটের দূরত্ব, নিয়মিত হাত ধোয়া ও মাস্ক পরতে হবে।''
দিন কয়েক আগে হর্ষবর্ধন বলেছিলেন, 'আমরা আশা করছি, আগামী বছরের শুরুতেই একাধিক করোনা-প্রতিষেধক পাওয়া যাবে। আমাদের বিশেষজ্ঞ গোষ্ঠীগুলি ইতিমধ্যেই টিকার উৎপাদন এবং বণ্টন প্রক্রিয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।' বিশ্ব জুড়ে ৩৮টি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ৯৩টি করোনা টিকার প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেও শোনা গিয়েছে। সে কথা মনে করিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে একটি নির্দিষ্ট সংস্থার টিকার উপর ভরসা করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমরা বেশ কয়েকটি কোভিড-১৯ প্রতিষেধক ব্যবহারের পথ খোলা রাখছি।
আরও পড়ুন- কোভিড আক্রান্ত কুমার শানু, রিপোর্ট এল পজিটিভ