বাড়ির ছাদ থেকে ঝাঁপ এয়ার হোস্টেসের, মৃত্যু ঘিরে জোরাল হচ্ছে রহস্য
ময়াঙ্ক অত্যাচারের কথা স্বীকার না করলেও স্ত্রীর সঙ্গে প্রায়ই বচসা হতো বলে পুলিসকে জানিয়েছেন। অ্যানিসিয়ার মৃত্যুর দিন অর্থাৎ শুক্রবারও ঝগড়া হয়েছিল বলে জানানো হয়েছে
নিজস্ব প্রতিবেদন: দিল্লির হাউজ খাস এলাকায় বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক এয়ার হোস্টেসের। তবে অ্যানিসিয়া বাত্রা নামে ওই এয়ার হোস্টেসের পরিবারের পক্ষ থেকে ওই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করা হচ্ছে।
অ্যানিসিয়ার বাবা পুলিসের কাছে অভিযোগ করছেন, ‘মেয়ের শরীরে যদি কোনও আঘাতের চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে তার দায় অনিসিয়ার স্বামী ও তার পরিবারের লোকজনের। কারণ পণের দাবিতে মেয়ের ওপরে অত্যাচার করা হতো।’
আরও পড়ুন-মেয়ের মৃত্যুর পর দিঘায় যান মা-ছেলে, মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যুতে নয়া
জার্মান এয়ারলাইন্স লুফৎহানসায় কর্মরত ছিলেন অ্যানিসিয়া। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই পণের দাবিতে অ্যানিসিয়ার ওপরে অত্যাচার করতো তার স্বামী ময়াঙ্ক সিংভি। তবে ময়াঙ্ক অত্যাচারের কথা স্বীকার না করলেও স্ত্রীর সঙ্গে প্রায়ই বচসা হতো বলে পুলিসকে জানিয়েছেন। অ্যানিসিয়ার মৃত্যুর দিন অর্থাৎ শুক্রবারও ঝগড়া হয়েছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-মাঝমাঠে পুতিন বিরোধী আন্দোলন! পুলিসের ছদ্মবেশে ফাইনাল খেলা থামালেন তাঁরা
ময়াঙ্ক জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় তিনি মোবাইলে একটি মেসেজ পান। সেখানে লেখা ছিল চরম পদক্ষেপ নিতে চলেছেন অ্যানিসিয়া। কিন্তু ছাদে যাওয়ার আগেই অ্যানিসিয়া নীচে ঝাঁপিয়ে পড়েন। অন্যদিকে অ্যানিসিয়ার ভাই করণ বাত্রা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘বোন মেসেজ করে পুলিস ডাকতে বলে। ওর মেসেজে লেখা ছিল, ময়ঙ্ক আমাকে ঘরে বন্ধ করে রেখেছে। আমার জীবন শেষ হতে চলেছে। ওকে তোমরা ছেড় না।’