দিল্লি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত আক্রান্ত তিহারে
দিল্লি গণধর্ষণ কাণ্ডে ধৃত বিনয় শর্মাকে তিহার জেলের ভিতরেই আক্রমণের অভিযোগ উঠল। বুকে গুরুতর আঘাত নিয়ে তাঁকে মঙ্গলবার লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনয়ের আইনজীবীর তরফে তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
দিল্লি গণধর্ষণ কাণ্ডে ধৃত বিনয় শর্মাকে তিহার জেলের ভিতরেই আক্রমণের অভিযোগ উঠল। বুকে গুরুতর আঘাত নিয়ে তাঁকে মঙ্গলবার লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনয়ের আইনজীবীর তরফে তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
আইনজীবী এ. পি. সিং জানিয়েছেন, "তাঁর বমি দিয়ে রক্ত পড়ছিল। জ্বরও ছিল বিনয়ের। বুকে ব্যাথা নিয়ে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" তিনি এও অভিযোগ তুলেছেন, জেলের অন্যান্য কয়দিদের হাতে মার খান বিনয়। তিহারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। খাবের বিষক্রিয়ার ফলে তাঁর বমি হয়েছে বলে জানিয়েছেন সিং।
দিল্লি গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত রাম সিংয়ের মৃত্যু হয়েছে মার্চ মাসে। তিহারের ভিতরেই গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বাস চালক রাম সিং। ডিসেম্বর মাসে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণীকে গণধর্ষণ করা হয়। সেই ঘটণায় ধৃতদের মধ্যেই অন্যতম বিনয় শর্মা।