দিল্লি পুলিসের জালে লস্কর-ই-তৈবার বোম বিশেষজ্ঞ

দিল্লি পুলিসের জালে ধরা পড়ল লস্কর-ই-তৈবার বোম বিশেষজ্ঞ আব্দুল করিম ওরফে তুন্দা। ১৯৯৬-৯৮-এ উত্তর ভারতে পর্যায়ক্রমে বোম বিস্ফোরণের মূল চক্রী ছিল এই তুন্দা।

Updated By: Aug 17, 2013, 10:27 AM IST

দিল্লি পুলিসের জালে ধরা পড়ল লস্কর-ই-তৈবার বোম বিশেষজ্ঞ আব্দুল করিম ওরফে তুন্দা। ১৯৯৬-৯৮-এ উত্তর ভারতে পর্যায়ক্রমে বোম বিস্ফোরণের মূল চক্রী ছিল এই তুন্দা।
সূত্রে খবর ভারত-নেপাল সীমান্ত থেকে তুন্দাকে ধরেছে দিল্লি পুলিস।
ভারতে ৪০টিরও বেশি বোম বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ছিল লস্কর-ই-তৈবার এই জঙ্গি।
উত্তরপ্রদেশের আদি বাসিন্দা তুন্দা পাকিস্তানে গিয়ে বিস্ফোরক নিয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল।
তুন্দা এরপর বাংলাদেশে চলে এসে রোহিঙ্গা যুবদের সন্ত্রাসের প্রশিক্ষণ দেয়।

.