যোগী আদিত্যনাথের সিদ্ধান্তে সমস্যায় পড়েছে কানপুরের গর্ভবতী সিংহী

Updated By: Mar 24, 2017, 06:32 PM IST
যোগী আদিত্যনাথের সিদ্ধান্তে সমস্যায় পড়েছে কানপুরের গর্ভবতী সিংহী

ওয়েব ডেস্ক: গোহত্যা নিষিদ্ধ! গোমাংস বিক্রি করতে গিয়েও যদি কেউ ধরা পরেন তাহলে কড়া শাস্তি হবে সেই অভিযুক্তের! গোবলেয়র সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরই গোহত্যাকে একটি শাস্তি যোগ্য অপরাধ হিসেবে কার্যকর করেছে 'গো-প্রেমী' মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। আর ইউপির নতুন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তেই খাদ্য সঙ্কটে পড়েছে বেচারা সিংহী। ('যোগী-রাজ্যে' গোহত্যায় ৫ বছরের জেল!)

কানপুরের চিড়িয়াখানায় এতদিন মোষের মাংসই খেত সিংহরা। প্রতিদিন ১৫০ কেজি মোষের মাংস আসত কানপুরের চিড়িয়াখানায়। কিন্তু হঠাৎ তা বন্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা গো-বলয়ে নিষিদ্ধ হয়েছে গোহত্যা। মোষের মাংস বিক্রিও বন্ধ। কোনও উপায় না পেয়ে কানপুরের চিড়িয়াখানার গর্ভবতী সিংহীকে মুরগির মাংস দেওয়া হয়েছিল। কিন্তু গর্ভবতী সিংহী তা খায়নি। আর এতেই মাথায় হাত চিড়িয়াখানার কর্তৃপক্ষের। বেশি দিন না খেয়ে থাকলে গর্ভবতী সিংহী এবং তার গর্ভস্থ শিশু দুজনেরই জীবন বিপন্ন হতে পারে বলে আশাঙ্কা। সমস্যা সমাধানের জন্য শীঘ্রই মাংস প্রিয় বন্য প্রাণদের খাদ্যাভাস পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। 

.