শ্রীনগরের নামি হোটেলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একটি তল
শহরের এই গুরুত্বপূর্ণ হোটেলটিতে ছিল জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি নিউজ চ্যানেল ও ব্যবসা প্রতিষ্ঠানের দফতর
নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে গেল শ্রীনগরের একটি হোটেলের একটি বড় অংশ। শনিবার ওই আগুন লাগে শ্রীনগরের রিগ্যাল চকের পাম্পোশ হেটেলে। ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।
#JammuAndKashmir: Latest visuals from Srinagar where a fire broke out at Hotel Pamposh today. Fire fighting operations are underway. Fire Officer says 'Eight people have sustained minor injuries. 20 fire tenders are present here.' pic.twitter.com/sZozcmOFjf
— ANI (@ANI) September 15, 2018
আরও পড়ুন-LPG কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা রণজিত্ মজুমদার
শ্রীনগর পুলিস সূত্রে খবর, ৮ তলা পাম্পোশ হোটেলের আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন লেগেছে হোটেলের ৮ তলা থেকে। আগুনের গ্রাসে ছাই হয়ে গিয়েছে হেটেলর প্রথম তলটি। আগুন নেভাতে হিমশিম খেয়ে যায় দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ২৫টি ইঞ্জিন।
There are offices of several media houses here. 20-22 fire tenders, teams of fire&emergency services, disaster mgmt, SDRF are here. There's no loss of life, people have been evacuated. A member of fire services was injured & sent to hospital: DC Srinagar on fire in Pamposh Hotel pic.twitter.com/MhhMQqhgr2
— ANI (@ANI) September 15, 2018
শহরের এই গুরুত্বপূর্ণ হোটেলটিতে ছিল জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি নিউজ চ্যানেল ও ব্যবসা প্রতিষ্ঠানের দফতর। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা কম হবে না বলে মনে করা হচ্ছে। এনিয়ে পুলিস অবশ্য এখনই কিছু বলতে রাজি নয়।
আরও পড়ুন-'৭ মিনিটে খেল খতম!' নিজে দাঁড়িয়ে থেকে স্বামীকে খুন করান স্ত্রী
দমকলের ডিসি সংবাদমাধ্যেম জানিয়েছেন, আগুন লাগার পরই হোটেল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। কোনও মৃত্যুর খবর এখনও পর্যন্ত নেই। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন।