শুঁড় দিয়ে মাউথ অর্গ্যান বাজাচ্ছে গজরাজ! দেখুন ভিডিও
তামিলানাড়ুতে মাউথ অর্গ্যান বাজাচ্ছে 'সুরেলা' গজরাজ।
নিজস্ব প্রতিবেদন: মাউথ অর্গ্যান বাজাচ্ছে হাতি। না শনিবারের লেট নাইটের হ্যাংওভার নয়, ঠিকই পড়ছেন আপনি। শুঁড় দিয়েই সুরের মুর্চ্ছনা তুলেছে ঐরাবত।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। দেখা যাচ্ছে, শুঁড় দিয়ে মাউথ অর্গ্যান বাজাচ্ছে এক দাঁতাল। কোয়েম্বাটোরের এই গজরাজের নাম- অন্দাল। তামিলানাড়ুতে একটি অনুষ্ঠান উপলক্ষে তাকে এনেছেন মাহুত। নাম ধরে ডাকার পরই বাদ্যযন্ত্রটি বাজাতে শুরু করে হাতিটি।
#WATCH: Elephant named Andaal plays mouth organ at temple elephants' rejuvenation camp in Coimbatore's Thekkampatti. #TamilNadu pic.twitter.com/APFnzQeOVc
— ANI (@ANI) February 18, 2018
এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এখানে হাতিদের পুষ্টিকর খাবার ও ওষুধ দেওয়া হয়। সুস্থ রাখতে শারীরিক কসরতও শেখান মাহুতরা। এই সুন্দর পশুদের অরণ্য কেড়ে নিয়েছে মানুষ। একাধিক পশুপাখি আজ অবলুপ্তির পথে। ডুয়ার্সে প্রায়ই ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর খবর মেলে। অথচ সেই পশুদের উপরেই অত্যাচার করে মানুষ।
আরও পড়ুন- জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা