প্রভিডেন্ট ফান্ড পেতে আর দৌড়াতে হবে না পুরনো কোম্পানিতে

চাকরি ছেড়ে দিয়েছেন অনেকদিন, তবুও জুতোর সুখতলা খয়ে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ড আদায় করতে। এবার এই সমস্যার সমাধান করল EPFO। কর্মচারি সংগঠন EPFO-তে আবেদন করলেই পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। সময় লাগবে মাত্র ২ মাস। একটা চাকরি ছেড়ে অন্য একটি চাকরিতে যোগ দেওয়ার পর আর কোনও সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। নিজের প্রাপ্য টাকাও পেয়ে যাবেন খুব সহজেই। EPFO-তে সরাসরিই আবেদন করতে পারবে কর্মচারীরা। কেবলমাত্র প্রয়োজন হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন। ভারত সরকারের UAN-পরিষেবার ২ কোটি কর্মচারি এই সুবিধা উপভোগ করতে পারবেন।

Updated By: Dec 30, 2015, 12:28 PM IST
প্রভিডেন্ট ফান্ড পেতে আর দৌড়াতে হবে না পুরনো কোম্পানিতে

ওয়েব ডেস্ক: চাকরি ছেড়ে দিয়েছেন অনেকদিন, তবুও জুতোর সুখতলা খয়ে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ড আদায় করতে। এবার এই সমস্যার সমাধান করল EPFO। কর্মচারি সংগঠন EPFO-তে আবেদন করলেই পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। সময় লাগবে মাত্র ২ মাস। একটা চাকরি ছেড়ে অন্য একটি চাকরিতে যোগ দেওয়ার পর আর কোনও সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। নিজের প্রাপ্য টাকাও পেয়ে যাবেন খুব সহজেই। EPFO-তে সরাসরিই আবেদন করতে পারবে কর্মচারীরা। কেবলমাত্র প্রয়োজন হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন। ভারত সরকারের UAN-পরিষেবার ২ কোটি কর্মচারি এই সুবিধা উপভোগ করতে পারবেন।

 

.