চার রাজ্যের বিধানসভা নির্বাচন, মিলে গেল এক্সিট পোলের ভবিষ্যৎবাণী

মিলে গেল এক্সিট পোলের ভবিষ্যৎবাণী। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর প্রায় সমস্ত এক্সিট পোলেই ছিল গেরুয়া ঝড়ের তীব্র ইঙ্গিত। রবিবার চার রাজ্যের নির্বাচনের ফলাফলের গণনা শুরু হওয়ার পর থেকেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা। দিল্লিতে আম আদমি পার্টি যে ম্যাজিক দেখাতে চলছে সবকটি এক্সিট পোলই সেটা নির্দেশ করেছিল। বাস্তবেও ঘটল তাই। অন্যদিকে, দিল্লি আর রাজস্থানের তখতে যে এবার পদ্মফুল ফুটবে তারও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মিলে গেছে মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতা ধরে রাখার ভবিষ্যতবাণী। এমনকী ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডু লড়াইয়ের চিত্রটাও খুব স্পষ্ট করেই এসেছিল এক্সিটপোল গুলিতে। বাস্তবেও ঘটছে তাই।

Updated By: Dec 8, 2013, 03:21 PM IST

মিলে গেল এক্সিট পোলের ভবিষ্যৎবাণী। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর প্রায় সমস্ত এক্সিট পোলেই ছিল গেরুয়া ঝড়ের তীব্র ইঙ্গিত। রবিবার চার রাজ্যের নির্বাচনের ফলাফলের গণনা শুরু হওয়ার পর থেকেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা। দিল্লিতে আম আদমি পার্টি যে ম্যাজিক দেখাতে চলছে সবকটি এক্সিট পোলই সেটা নির্দেশ করেছিল। বাস্তবেও ঘটল তাই। অন্যদিকে, দিল্লি আর রাজস্থানের তখতে যে এবার পদ্মফুল ফুটবে তারও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মিলে গেছে মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতা ধরে রাখার ভবিষ্যতবাণী। এমনকী ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডু লড়াইয়ের চিত্রটাও খুব স্পষ্ট করেই এসেছিল এক্সিটপোল গুলিতে। বাস্তবেও ঘটছে তাই।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দিল্লি বিধানসভা নির্বাচন:

দিল্লি বিধানসভা নির্বাচন:

দিল্লিতে গেরুয়া ঝড়ের পাশাপাশি কামাল দেখাল আম আদমি পার্টি। কেজরিওয়ালের কামালের উপর ভরসা রেখে হাতের সঙ্গ ছাড়তে চলেছে রাজধানী।

দুপুর ২টা ৪৫ অবধি ৭০টি আসনের মধ্যে ৩২ টিতে এগিয়ে আছে বিজেপি। আম আদমি পার্টি এগিয়ে ২৯টি আসনে। সেখানে মাত্র ৮ টি আসনে এগিয়ে কংগ্রেস। অনান্যরা এগিয়ে ১টি আসনে।

রাজস্থান বিধানসভা নির্বাচন:

মরুরাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলাটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ইতিমধ্যেই বিরোধী দলনেত্রী বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন বিজেপির কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে।

বেলা ২টা ৪৫ অবধি ১৯৯টি আসনের মধ্যে ১৫৩টিতেই এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৩টি আসনে। অনান্যরা এগিয়ে ২৩টি আসনে।

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন:

মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার স্পষ্ট ইঙ্গিত মিলেছে গণনায়। মুখ্যমন্ত্রী শিবরাজ পাটিল আর একবার মসনদে বসতে চলেছেন।

বেলা ২টা ৪৫ অবধি ২৩০টি আসনের মধ্যে ১৫৮টিতেই এগিয়ে বিজেপি। কংগ্রস এগিয়ে ৬৪টি আসনে। অনান্যরা এগিয়ে ৮টি আসনে।
ছত্তিশগড় বিধানসভা নির্বাচন:

চার রাজ্যের মধ্যে একমাত্র ছত্তিসগড়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

বেলা ২ টা ৪৫ অবধি ৯০টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ৪৮টি আসনে। বিজেপি এগিয়ে ৪২ টি আসনে।

.