ভাতের উপর সোনা ছড়িয়ে অতিথি আপ্যায়ন, ভিডিও দেখলে চমকে যাবেন
![ভাতের উপর সোনা ছড়িয়ে অতিথি আপ্যায়ন, ভিডিও দেখলে চমকে যাবেন ভাতের উপর সোনা ছড়িয়ে অতিথি আপ্যায়ন, ভিডিও দেখলে চমকে যাবেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/30/92299-gold-rice.jpg)
ওয়েব ডেস্ক : বিয়েবাড়িতে গা ভর্তি সোনার গয়নায় মুড়ে কনের বসে থাকা নতুন কিছু নয়। বা আগত অতিথিদের মনজয়ে একশো পদের বাহার, জাঁকজমকে চোখ ধাঁধিয়ে দেওয়ার মত বিয়েবাড়িতে এ আর এমন কী! কিন্তু বিয়েবাড়িতে অতিথিদের 'সোনাদান'? দাঁড়ান দাঁড়ান... চমকে উঠলেন নাকি? এখনই চমকে উঠবেন না। চমকের এখনও অনেক বাকি আছে...
ভাতের উপর সোনা ছড়িয়ে অতিথি আপ্যায়ন করা হল হায়দরাবাদের একটি বিয়েবাড়িতে। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। ২৪ ক্যারটের 'গোল্ড লিভস' ছড়িয়ে দেওয়া হয় প্রত্যেক অতিথির ভাতের উপর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল। দেখুন-
সংশ্লিষ্ট ক্যাটারার মালিক জানিয়েছেন, অতিথিদের চমক দিতেই এই অভিনব উদ্যোগ। রুপোর বা সোনার মোড়কে মিষ্টি দেওয়ার ঘটনা এর আগে ঘটেছে। এবার ভাতের ক্ষেত্রেও সেই অভিনব পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুন, দাম বাড়ছে মাঝারি থেকে বিলাসবহুল গাড়ির