১ এপ্রিল থেকে 'কঠিন' হচ্ছে সোনা কেনাবেচা

বাড়িতে পড়ে থাকা সোনা বিক্রি করে চটজলদি আয়ের কথা ভাবছেন? তা হলে দেরি না করে এখনই যান সোনার দোকানে। কারণ, ১ এপ্রিল থেকে কঠিন হচ্ছে সোনা বেচে চটজলদি লাভের রাস্তা।

Updated By: Mar 29, 2017, 04:02 PM IST
১ এপ্রিল থেকে 'কঠিন' হচ্ছে সোনা কেনাবেচা

ওয়েব ডেস্ক : বাড়িতে পড়ে থাকা সোনা বিক্রি করে চটজলদি আয়ের কথা ভাবছেন? তা হলে দেরি না করে এখনই যান সোনার দোকানে। কারণ, ১ এপ্রিল থেকে কঠিন হচ্ছে সোনা বেচে চটজলদি লাভের রাস্তা।

এতদিন সোনা বিক্রি করে দিনে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ-লাভের সুযোগ ছিল। অর্থ বিলে সংশোধনের পর ১ এপ্রিল থেকে তা কমে দাঁড়াচ্ছে দিনে ১০ হাজার টাকা। সোনা বিক্রির টাকা নগদে পেতে ২০০০০ টাকার একাধিক বিল তৈরির রেওয়াজও বন্ধ হতে চলেছে। নতুন নিয়ম চালু হওয়ার পর এখন ১০০০০ টাকার একাধিক বিল তৈরি হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখবে কর বিভাগ।

আরও পড়ুন, দেশের ৫০০ রেল স্টেশনে মিলতে চলেছে এই সুবিধা!

.