জম্মু-কাশ্মীরে শেষপর্যন্ত জারি হল রাজ্যপালের শাসন
ত্রিশঙ্কু জম্মু-কাশ্মীরে শেষ পর্যন্ত জারি হল রাজ্যপালের শাসন। আজই কেন্দ্রীয় মন্ত্রক জম্মু-কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি করার সুপারিশ করে। রাজ্যপাল এন এন ভোহরা গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জম্মু-কাশ্মীরে কেন্দ্রের শাসন জারি করার অনুরোধ করেন।
![জম্মু-কাশ্মীরে শেষপর্যন্ত জারি হল রাজ্যপালের শাসন জম্মু-কাশ্মীরে শেষপর্যন্ত জারি হল রাজ্যপালের শাসন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/09/33540-jk.jpg)
শ্রীনগর: ত্রিশঙ্কু জম্মু-কাশ্মীরে শেষ পর্যন্ত জারি হল রাজ্যপালের শাসন। আজই কেন্দ্রীয় মন্ত্রক জম্মু-কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি করার সুপারিশ করে। রাজ্যপাল এন এন ভোহরা গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জম্মু-কাশ্মীরে কেন্দ্রের শাসন জারি করার অনুরোধ করেন।
গত বুধবার, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল বিদায়ী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর দায়িত্বপালনের অনুরোধ করেন। কিন্তু, ওমর আবদুল্লাহ সেই প্রস্তাব অস্বীকার করায় মোটামুটি বিষয়টি পরিস্কার হয়ে যায়।
গত ২৩ ডিসেম্বর রাজ্যে নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর দেখা যায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। ফলপ্রকাশের পর থেকেই রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রচুর হিসেব-নিকেশ শুরু হয়ে যায়। কিন্তু দু'সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনও সমাধানসূত্রই খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে, রাজ্যে রাজ্যপালের শাসন জারি হওয়ার জন্য সরাসরি ওমর আবদুল্লাহকে দায়ি করল পিডিপি। পিডিপি-এর মুখপাত্র নইম আখতার দাবি করেছেন জম্মু-কাশ্মীরে স্থায়ী সরকার গঠনের জন্য তারা বারবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চালিয়ে ছিলেন। তবে, রাজ্যে পুনর্নিবাচনের পরিস্থিতি তৈরি হলে তাঁরা সেই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ২৮টি আসন দখল করেন পিডিপি। বিজেপি অয়ায় ২৫টি। এনসি-র দখলে যায় ১৫ ও কংগ্রেসের দখলে ১২টি আসন।