বিয়ের পোশাক পরেই বুথে বর-বধূ

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ মোট ৮৯ আসনে ভোটগ্রহণ চলছে

Updated By: Dec 9, 2017, 03:21 PM IST
বিয়ের পোশাক পরেই বুথে বর-বধূ

নিজস্ব প্রতিবেদন: ছাতনাতলায় বসার আগে বুথে এসে ভোট দিয়ে গেলেন যুবক-যুবতী। শনিবার গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলছে ভারুচেও। বেলা বারোটা প‌র্যন্ত ভোট পড়ল ২১.৯ শতাংশ।
শনিবার ভোটপ‌র্ব শুরু হতেই ভারুচের একটি বুথে হাজির হন বর-বধূ। একেবারে বিয়ের পোশাক পরে। ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে পাত্র জানালেন, আজ আমাদের বিয়ে। কিন্তু আজ রাজ্যে সবচেয়ে বড় নির্বাচন। দেশের নাগরিক হিসেবে ভোটদান আমাদের কর্তব্য। আর বিয়ের দিনে ভোট হওয়ায় দিনটা আরও স্পেশাল হয়ে গেল।
উল্লেখ্য, গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ মোট ৮৯ আসনে ভোটগ্রহণ চলছে। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৯৭৭ প্রার্থী। ভোটদাতা রয়েছেন ২.১২ কোটি। গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে ১৪ ডিসেম্বর। ভোট নেওয়া হবে আরও ৯৩ আসনে। ভোটগণনা ১৮ ডিসেম্বর।
আরও পড়ুন-গুজরাটে শুরু প্রথম দফার ভোটগ্রহণ, বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৮ শতাংশ

 

.