নরেন্দ্র মোদীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিপাকে কংগ্রেস

নরেন্দ্র মোদীর বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা সলমন নিজামি। গুজরাটের অস্মিত উস্কে তার পাল্টা জবাব নরেন্দ্র মোদীর।

Updated By: Dec 9, 2017, 04:10 PM IST
নরেন্দ্র মোদীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিপাকে কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: মণিশঙ্কর আইয়ারের পর নরেন্দ্র মোদীর হাতে আরও একটা হাতিয়ার তুলে দিল কংগ্রেস। এবার মোদীর বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুলে দলকে বিপাকে ফেললেন সলমন নিজামি নামে এক কংগ্রেস নেতা। বেফাঁস মন্তব্য করার পর অবশ্য তাঁকে 'দলের কেউ নয়' বলে দাবি করেছে কংগ্রেস। 

গুজরাট ভোটের মুখে রাহুল গান্ধীর বংশপরিচয় নিয়ে বড়াই করে নিজামি প্রশ্ন তোলেন, 'নরেন্দ্র মোদীর কার ছেলে? কার নাতি?' গুজরাটের প্রথম দফার ভোটের দিন জনসভায় দাঁড়িয়ে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায়, ''আমি গরিব পরিবার থেকে উঠে আসায় কটাক্ষ করছে কংগ্রেস। আমি বলতে চাই, দেশই আমার কাছে সব। ১২৫ কোটি ভারতবাসী জন্য আমি নিজেকে উত্সর্গ করেছি।'' বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই কংগ্রেসের দাবি, নিজামি তাঁদের কেউ নন। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে 'নীচ' বলে আক্রমণ করে দল থেকে সাসপেন্ড হয়েছেন প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ার।গুজরাটে প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রীর বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন নিজামি। গুজরাটি আবেগ উস্কে দিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেননি মোদী। তিনি বলেন, '' টুইটারে আপনাদের গুজরাটের ছেলেকে প্রশ্ন করছে, কে তোর বাপ? কে তোর মা? চরম শত্রুও বাবা-মা তুলে এমনটা বলে না। এটা কি আপনারা মানতে পারবেন?'' 

প্রধানমন্ত্রী আরও বলেন, ''আজাদ কাশ্মীরের দাবি তুলেছেন ওই কংগ্রেস নেতা। ভারতীয় সেনাকে ধর্ষক বলেছেন। বলেছেন, প্রতিটি ঘর থেকে আফজল বেরোবে। এই ধরনের নেতাকে কেন কংগ্রেসে?''  

নিজামির টুইটকে গুজরাটের অস্মিতার সঙ্গে মিলিয়ে দিয়েছেন মোদী। 'গুজরাটি ছেলে'র অপমান ভোটবাক্সে কী প্রভাব ফেলতে পারে, তা আঁচ করে তড়িঘড়ি নিজামির সঙ্গে দূরত্ব বাড়ায় কংগ্রেস। রাজীব শুক্লার দাবি, ''সলমন নিজামি কংগ্রেসের নেতা নন। দলে কোনও পদে নেই তিনি। এভাবে তো আমরাও কোনও রামলালকে বিজেপির লোক বলতে পারি।'' পাল্টা নিজামির সঙ্গে রাহুল গান্ধীর ছবি প্রকাশ করেছে বিজেপি।  

.