দিল্লির পরে এবার আহমেদাবাদ, আপের পার্টি অফিসে অভিযান গুজরাট পুলিসের

AAP-এর গুজরাট ইউনিট একটি ট্যুইটে বলেছে, ‘গুজরাটে আম আদমি পার্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিজেপি এতটাই ভীত যে এখন আমাদের অফিসে অভিযান চালানোর জন্য ক্ষমতার অপব্যবহার করছে’। তারা আরও বলেছে, ‘দিল্লির পরে, এখন তারা গুজরাটেও অভিযান চালানো শুরু করেছে। দিল্লি হোক বা গুজরাট, তারা কিছুই খুঁজে পাবে না’।

Updated By: Sep 12, 2022, 09:32 AM IST
দিল্লির পরে এবার আহমেদাবাদ, আপের পার্টি অফিসে অভিযান গুজরাট পুলিসের
ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার আহমেদাবাদে আম আদমি পার্টির (এএপি) অফিসে পুলিস একটি অভিযান চালায়। গুজরাট বিধানসভার ভোটের দৌড়ে "প্রচুর সমর্থন" পাচ্ছে তারা এমনটাই দাবি আপের। এবং আপ দাবি করেছে যে ক্ষমতাসীন বিজেপি এই ঘটনায় ‘অত্যন্ত বিচলিত’ হয়েছে। আম আদমি পার্টির (এএপি) গুজরাট ইউনিটের নেতারা ট্যুইটারে বলেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আহমেদাবাদে আসার পরপরই এই অভিযান চালানো হয়েছিল। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে, অরবিন্দ কেজরিওয়াল বলেন যে গুজরাট পুলিস পার্টি অফিসে কিছুই খুঁজে পায়নি কারণ AAP নেতা ও কর্মীরা সৎ। AAP-এর দাবির বিষয়ে গুজরাট পুলিসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অরবিন্দ কেজরিওয়াল হিন্দিতে একটি টুইট বার্তায় বলেছেন, ‘গুজরাটের জনগণের কাছ থেকে AAP যে বিপুল সমর্থন পাচ্ছে তাতে বিজেপি অত্যন্ত বিচলিত। গুজরাটে AAP-এর পক্ষে ঝড় উঠেছে’।

তিনি আরও বলেন, ‘দিল্লির পর গুজরাতেও অভিযান শুরু হয়েছে। দিল্লিতেও কিছুই পাওয়া যায়নি, গুজরাতেও কিছু পাওয়া যায়নি। আমরা কট্টর সৎ এবং দেশপ্রেমিক মানুষ’।

 

AAP-এর জাতীয় আহ্বায়ক ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কে আক্রমণ করেন। তার দলের গুজরাট ইউনিটের নেতা ইসুদান গাধভি ট্যুইটারে দাবি করেন যে অরবিন্দ কেজরিওয়াল আহমেদাবাদে আসার পরপরই পুলিস পার্টি অফিসে অভিযান চালিয়ে দুই ঘন্টা তল্লাশি চালিয়েছিল।

আরও পড়ুন: Gyanvapi Mosque: জ্ঞানবাপী মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ, নিরাপত্তার জালে বারাণসী

হিন্দিতে একটি টুইটে ইসুদান গাধভি বলেছেন, ‘কেজরিওয়াল আহমেদাবাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আম আদমি পার্টির অফিসে গুজরাট পুলিস অভিযান চালায়। দুই ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে চলে যায়। কিছুই পাওয়া যায়নি। বলেছে তারা আবার আসবে’।

 

AAP-এর গুজরাট ইউনিট একটি ট্যুইটে বলেছে, ‘গুজরাটে আম আদমি পার্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিজেপি এতটাই ভীত যে এখন আমাদের অফিসে অভিযান চালানোর জন্য ক্ষমতার অপব্যবহার করছে’। তারা আরও বলেছে, ‘দিল্লির পরে, এখন তারা গুজরাটেও অভিযান চালানো শুরু করেছে। দিল্লি হোক বা গুজরাট, তারা কিছুই খুঁজে পাবে না’।

 

গুজরাট বিধানসভা নির্বাচন বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.