পঞ্জাবে গুরুদাসপুরে পুলিস থানায় ভয়াবহ জঙ্গি হানা, মৃত অন্তত ৮, আরও অনেক মৃত্যুর আশঙ্কা
পঞ্জাবের গুরদাসপুরে সেনা ইউনিফর্মে জঙ্গিরা দিনানগর টাউনের একটি পুলিস স্টেশন আক্রমণ করল। সোমবার সকালের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮জন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অন্তত ১০। এখনও পর্যন্ত থানার ভিতরে ঢোকা যায়নি। চার জঙ্গি এখনও থানার মধ্যেই রয়েছে। থানার মধ্যে এখনও কজন মারা গেছেন সে বিষয়ে কিছুই জানা যাচ্ছে না।
![পঞ্জাবে গুরুদাসপুরে পুলিস থানায় ভয়াবহ জঙ্গি হানা, মৃত অন্তত ৮, আরও অনেক মৃত্যুর আশঙ্কা পঞ্জাবে গুরুদাসপুরে পুলিস থানায় ভয়াবহ জঙ্গি হানা, মৃত অন্তত ৮, আরও অনেক মৃত্যুর আশঙ্কা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/27/40617-terror.jpg)
ওয়েব ডেস্ক: পঞ্জাবের গুরদাসপুরে সেনা ইউনিফর্মে জঙ্গিরা দিনানগর টাউনের একটি পুলিস স্টেশন আক্রমণ করল। সোমবার সকালের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮জন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অন্তত ১০। এখনও পর্যন্ত থানার ভিতরে ঢোকা যায়নি। চার জঙ্গি এখনও থানার মধ্যেই রয়েছে। থানার মধ্যে এখনও কজন মারা গেছেন সে বিষয়ে কিছুই জানা যাচ্ছে না।
একটি সাদা মারুতি গাড়ি করে জঙ্গিরা এসে পুলিস স্টেশনেটিতে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তৎক্ষণাত মৃত্যু হয় এক নিরাপত্তাকর্মীর।
সূত্রে খবর গতকালই আট পাক জঙ্গি পঞ্জাবে প্রবেশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাক মদতপুষ্ট জঙ্গি হানাই বলে আশঙ্কা করছে।
অন্যদিকে, দিনানগর ও পাঠানকোটের মধ্যে রেলওয়ে ট্রাকে ৫টি বোমা উদ্ধার হয়েছে।