মারুতি কর্তৃপক্ষকে ছাঁটাই শ্রমিকদের ক্ষতিপূরণের নির্দেশ দিল গুরগাঁয়ের আদালত
দেশের অন্যতম প্রধান গাড়ি নির্মাতা কোম্পানি মারুতিকে ৪২৫ জন শ্রমিককে ছাঁটাই করার জন্য প্রত্যেক শ্রমিক পিছু ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল গুরগাঁওয়ের একটি শ্রম আদালত।
মানেসর: দেশের অন্যতম প্রধান গাড়ি নির্মাতা কোম্পানি মারুতিকে ৪২৫ জন শ্রমিককে ছাঁটাই করার জন্য প্রত্যেক শ্রমিক পিছু ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল গুরগাঁওয়ের একটি শ্রম আদালত।
২০১২ সালে গুরগাঁওয়ের মানেসরে মারুতি প্লান্টে একটি হিংসাত্মক ঘটনার পরে ৪২৫ জন শ্রমিককে ছাঁটাই করে মারুতি কর্তৃপক্ষ।
মারুতি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্থানীয় সিভিল ও শ্রম আদালতে আবেদন করেন ছাঁটাই হওয়া শ্রমিকরা।
এই ছাঁটায়ের পর কারখানার মধ্যে শ্রমিক অসন্তোষ আরও সংগঠিত হয়। তীব্র হয় তাঁদের আন্দোলন। শ্রমিক ইউনিয়নগুলি সরাসরি কোম্পানি কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য দায়ি করে।
শ্রম আদালত মারুতি সুজুকিকে শ্রমিকদের পাওনা বাবদ ৪ কোটি ২৫ লক্ষ টাকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রত্যেক শ্রমিক নগদ ৮৫ হাজার টাকা করে পাবেন। আদালতের খরচার জন্য শ্রমিক অরতি ১৫ হাজার টাকা করে দিতে হবে।
আদালতের রায় অনুযায়ী ২০১২ সালের ১৮ জুলাই থেকে থেকে অযথা হয়রানির শিকার হয়েছেন এই শ্রমিকরা। শ্রমিক পক্ষের আইনজীবী জানিয়েছেন 'অভিযুক্ত' ১৪৮জন শ্রমিককে সমর্থন করার জন্যই কোনও রকম কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছিল এই ৪২৫ জনকে।
গত প্রায় ৩ বছর ধরে খুনের অভিযোগে অভিযুক্ত ১৪৫ জন শ্রমিক এখনও জেলা কারাগারে বন্দী। মুক্তি পেয়েছেন মাত্র ৩জন।