দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হরিয়ানায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
নিজস্ব প্রতিবেদন: দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হরিয়ানায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরি। বুধবার ফরিদাবাদের একটি জিমে গিয়েছিলেন তিনি। জিম থেকে ফেরার সময় তাঁর পথ আটকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় একদল দুষ্কৃতি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বিকাশ চৌধুরির শরীরে মোট ১০টি গুলি বিঁধে ছিল। তাই শত চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।
বিকাশ চৌধুরির খুনের ঘটনায় হরিয়ানার প্রদেশ কংগ্রেসের সভাপতি অলোক তনবার বলেন, “জঙ্গল রাজ চলছে। আইন ব্যবস্থার উপর ভয়টাই আর নেই। গতকালও এমন ধরনের ঘটনা ঘটেছে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছুরিকাহত হতে হয়েছে এক মহিলাকে। এর তদন্ত হওয়া উচিত।”
Ashok Tanwar, Haryana Congress President on party leader Vikas Chaudhary shot dead in Faridabad: It's 'jungle raj', there is no fear of law. Same kind of incident happened yesterday, where a woman who opposed molestation was stabbed. There should be an investigation. pic.twitter.com/ziXmeDRso2
— ANI (@ANI) June 27, 2019
আরও পড়ুন: সরকারি আধিকারিকদের মারধরের ঘটনায় ১২ দিনের জেল আকাশ বিজয়বর্গীয়র
ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, একদল মুখোশধারী দুষ্কৃতী বিকাশ চৌধুরির গাড়ি লক্ষ্য করে নাগাড়ে গুলি চালাচ্ছে। এর মধ্যে ১০টি গুলি লাগে বিকাশ চৌধুরির গায়ে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিস।