Vande Bharat Express: কবে থেকে হাওড়া-পুরী রুটে ছুটবে বন্দে ভারত, চূড়ান্ত হয়ে গেল তারিখ!
Vande Bharat Express: সপ্তাহে ৩ দিন ওই রুটে পাওয়া যাবে বন্দে ভারত এক্সপ্রেস। যে সব স্টেশনে থামবে সেগুলি হল, খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবেনশ্বর, খুরদায়। কত ভাড়া হবে ওই রুটে? রেল এনিয়ে কোনও ঘোষণা করেনি। তবে জল্পনা রয়েছে ভাড়া হতে পারে আড়াই হাজার টাকা বা তার কাছাকাছি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রায়াল রান শেষ। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে এমাসেই। রেল সূত্রে খবর, হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী ১৫ মে। মনে করা হচ্ছে ভার্চুয়ালি ওই যাত্রার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই সূত্রের খবর। অর্থাত্ এই ট্রেন চালু হলে বাংলা পাবে ২টি বন্দে ভারত এক্সপ্রেস। তবে যাত্রা সূচনার দিন হাওড়া-পুরী বন্দে ভারত ওইদিন ছাড়বে পুরী থেকে।
আরও পড়ুন-দক্ষিণের একমাত্র গড়ে গেরুয়া-পতন ! প্রবল চাপে মোদী-শাহ
রেল সূত্রে খবর, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে ১৪টি কোচ। থাকছে একজিকিউটিভ ক্লাস ও চেয়ার কার। সপ্তাহে ৩ দিন ওই রুটে পাওয়া যাবে বন্দে ভারত এক্সপ্রেস। যে সব স্টেশনে থামবে সেগুলি হল, খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবেনশ্বর, খুরদায়। ট্রেনটি চালু হবে পুরী যাওয়া আরও অনেক সোজা ও আরমাদায়ক হয়ে যাবে বাঙালি পুন্য়ার্থীদের কাছে।
কত ভাড়া হবে ওই রুটে? রেল এনিয়ে কোনও ঘোষণা করেনি। তবে জল্পনা রয়েছে ভাড়া হতে পারে আড়াই হাজার টাকা বা তার কাছাকাছি। ওই রুটে চলে শতাব্দী এক্সপ্রেসও। তবে বন্দে ভারত এক্সপ্রেসে পুরী যেতে ১ ঘণ্টা কম সময় সময় লাগবে বন্দে ভারতের। কখন ছাড়াবে, কখনওবা পুরী পৌঁছবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।