Hyderabad tycoon stabbed: ৪ কোটিতেও খুশি নয়! সম্পত্তি বিবাদে বিখ্যাত শিল্পপতিকে ৭০ বার কুপিয়ে খুন নাতির...

 সম্প্রতি আমেরিকা থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে হায়দরাবাদে ফিরেছিল নাতি। ছেলের এহেন কাণ্ড দেখে তাকে নিরস্ত করার চেষ্টা করতে এলে মাকেও কোপাতে শুরু করে ওই যুবক৷ 

Updated By: Feb 10, 2025, 12:54 PM IST
Hyderabad tycoon stabbed: ৪ কোটিতেও খুশি নয়! সম্পত্তি বিবাদে বিখ্যাত শিল্পপতিকে ৭০ বার কুপিয়ে খুন নাতির...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের অর্থ লালসা কোন নিকৃষ্ট পর্যায়ে পৌঁছতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হায়দরাবাদের এই ঘটনা। সম্পত্তি বণ্টন সংক্রান্ত বিবাদের জেরে বিখ্যাত শিল্পপতি, ভেলজান শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনার্দন রাওকে ৭০ বারেরও বেশি কুপিয়ে খুন করল তাঁর নাতি! ২৯ বছরের নাতি কিলারু কীর্থি তেজাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস।

জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকা থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে হায়দরাবাদে ফিরেছিল ওই যুবক। বৃহস্পতিবার রাতে মা সরোজিনী দেবীর সঙ্গে হায়দরাবাদেই জনার্দন রাওয়ের বাড়িতে যান কীর্থি। সেখানে পৌঁছে তাঁর মা চা করতে গেলে ৮৬ বছর বয়সী দাদু জনার্দন রাওয়ের সঙ্গে সংস্থার ডিরেক্টর পদে নিয়োগ নিয়ে বচসা শুরু হয় নাতি কীর্থির।

ভেলজান শিল্পগোষ্ঠী হাইড্রলিক যন্ত্রাংশ, জাহাজ নির্মাণ, শক্তি এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নির্মাণের সঙ্গে যুক্ত৷ এই শিল্পগোষ্ঠীর বাজারমূল্য প্রায় ৪৬০ কোটি টাকা৷ সমাজসেবার জন্য জনপ্রিয় ছিলেন নিহত  শিল্পপতি জনার্দন রাও৷ সম্প্রতি ইলুরুতে একটি সরকারি হাসপাতাল নির্মাণেও বিপুল পরিমাণ আর্থিক অনুদান দিয়েছিলেন তিনি৷ অনুদান দিয়েছিলেন তিরুপতি মন্দিরের ট্রাস্টেও৷

এখন সম্প্রতি নিজের বড় মেয়ের ছেলে শ্রীকৃষ্ণকে এই ভেলজান গোষ্ঠীর ডিরেক্টর পদে নিয়োগ করেছিলেন জনার্দন রাও। অন্যদিকে মেজ মেয়ের ছেলে কীর্থির নামে ৪ কোটি টাকা মূল্যের শেয়ার হস্তান্তর করেছিলেন তিনি৷ কিন্তু সম্পত্তির এই বণ্টন পছন্দ হয়নি কীর্থির। দাদু তাকে বঞ্চনা করেছেন বলে অভিযোগ করে সে৷ ছোটো থেকেই দাদু তাকে উপেক্ষা করেছেন বলেও অভিযোগ করে কীর্থি৷ 

এই নিয়ে কথা কাটাকাটির সময়ই একটি ছুরি নিয়ে জনার্দন রাওকে কোপাতে শুরু করেন কীর্থি৷ ৭০ বারেরও বেশি কোপায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রক্তাক্ত জনার্দন রাওয়ের। ছেলের এহেন কাণ্ড দেখে তাকে নিরস্ত করার চেষ্টা করেন কীর্থির মা সরোজিনী দেবীও৷ তখন নিজের মাকেও কোপাতে শুরু করে কীর্থি তেজা৷ সরোজিনী দেবীর শরীরেও ৪ জায়গায় আঘাত লাগে৷ তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

এই ঘটনার পরই নিরাপত্তা রক্ষীদের ভয় দেখিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন কীর্থি৷ পরে তাঁকে গ্রেফতার করে পুলিস৷ পুলিস জানিয়েছে, বৃদ্ধ জনার্দনের শরীরে প্রায় ৭০ জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সময় মাদকাসক্ত ছিলেন কীর্থি৷

আরও পড়ুন, Cardiac Arrest: WATCH | ভাইয়ের বিয়েতে নাচতে নাচতেই ঠাস করে পড়ল মঞ্চে! হার্ট অ্যাটাকে চিরঘুমে ২৩-এর তরুণী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.