শিল্পৎপাদন সূচকের ধীর গতি, চিন্তিত অর্থমন্ত্রী

শিল্পোৎপাদন সূচকের শ্লথ গতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তবে অর্থনীতির এই সঙ্কট কাটিয়ে উঠতে কেন্দ্র যে বদ্ধপরিকর সে কথাও জানান তিনি।

Updated By: Jun 12, 2012, 05:28 PM IST

শিল্পোৎপাদন সূচকের শ্লথ গতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তবে অর্থনীতির এই সঙ্কট কাটিয়ে উঠতে কেন্দ্র যে বদ্ধপরিকর সে কথাও জানান তিনি।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির এক বৈঠকে তিনি বলেন, "আমি আশাহত... কেন্দ্র দ্রুত সদর্থক ভূমিকা নেবে।" তবে অনেক ক্ষেত্রেই সরকার তার ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
শিল্পোৎপাদনের হার এপ্রিল মাসে মাত্র ০.১ শতাংশ বেড়েছে যা একেবারেই আশানুরূপ নয়। গত বছর একই সময় এই হার ছিল ৫.৩ শতাংশ। চলতি আর্থিক বছরের এপ্রিলে উৎপাদন ও খনি শিল্পে মন্দার কারণে অবস্থার দ্রুত পরিবর্তনের সম্ভবনাও দেখছে না অর্থনৈতিক মহল।
অর্থমন্ত্রী জানান বাণিজ্যিক ঋণ নীতি সংশোধন এবং ঋণ তহবিলের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ নিশ্চিত করতে চায় কেন্দ্র। সরকার এই পদক্ষেপ ইতিমধ্যেই কার্যকরী করছে বলেও জানান তিনি।
২০১১-১২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধির হার ন`বছরের মধ্যে সবচেয়ে কম ছিল। মার্চ মাসে শিল্পোত্‍‍পাদনের হার হ্রাস পেয়েছিল ৩.৫ শতাংশ। মার্চের ধারা বজায় রেখেই এপ্রিলেও পরিকাঠামো শিল্পক্ষেত্রে উত্পাদনের হার ছিল ২.২ শতাংশ।

.