আগামী মাসে রাজস্থানে ভারতের চোখধাঁধানো সামরিক মহড়া
অক্টোবর-নভেম্বরে রাজস্থানে হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া। সামরিক শক্তিকে আরও মজবুত করতে এই মহড়ার আয়োজন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ওয়েব ডেস্ক: অক্টোবর-নভেম্বরে রাজস্থানে হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া। সামরিক শক্তিকে আরও মজবুত করতে এই মহড়ার আয়োজন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, অস্ত্র চালনা, আর্টিলারি, পদাতিক ব্যাটালিয়নে অংশগ্রহণ করবে সেনাবাহিনীর ২১টি বাহিনী ও ৩টি স্ট্রাইক কর্পসের একটি দল। সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ জানিয়েছেন, এই মহড়া যুদ্ধকালীন তত্পরতায় সেনাবাহিনীকে আরও ধারালো ও দ্রুতগামী করে তুলবে। সংবাদ সংস্থার খবর, এই মহড়ায় থাকবে ৩০ হাজার সেনা, একশো T-90s ও T-72 ব্যাটল ট্যাঙ্ক, বন্দুক চালনা, রকেট সিস্টেম। স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবোর্ন র্যাডার মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এই অনুষ্ঠানে।
দুই দেশের প্রোটোকল অনুযায়ী, প্রতিবেশী দেশ পাকিস্তানকে আসন্ন মহড়া সম্বন্ধে অবগত করা হয়েছে বলে সংবাদ সংস্থার খবর।