ইন্দো-চিন সীমান্তে আরও ৯৬টি বিওপি তৈরি করবে ভারত

সামান্তে নতুন করে ৯৬টি আউটপোস্ট বাড়লে আইটিবিপি-র পোস্টের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭২। বর্তমানে পোস্টের সংখ্যা ১৭৬।

Updated By: Apr 28, 2018, 01:57 PM IST
ইন্দো-চিন সীমান্তে আরও ৯৬টি বিওপি তৈরি করবে ভারত

নিজস্ব প্রতিবেদন : ডোকালা ইস্যু ভুলে ভারত ও চিনের মধ্যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রভারমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের চিন সফরে উত্তাপ ভুলে সম্পর্কে নতুন করে মৈত্রীর পরিবেশ তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। সেই পরিবেশকে কাজে লাগিয়ে ভারত জানিয়েছে, তিব্বতের চিন সীমান্তে আরও ৯৬টি বর্ডার আউট পোস্ট তৈরি করা হবে।

ভারত ও চিনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানেই ইন্দো-তিব্বত বর্ডার পুলিসের(আইটিবিপি) আরও ৯৬টি আউটপোস্ট তৈরি করা হবে বলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছেন মোদী।

 

শনিবার সকালে মুখোমুখি হন দু'দেশের রাষ্ট্রপ্রধান। মোদীর আপ্যায়নে চিনে বেজে ওঠে বলিউডের সুর। চিনসফরের দ্বিতীয় দিনের শুরুতে নৌকাবিহারে যান মোদী ও জিনপিং। সেখানেই একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন তাঁরা। তার মধ্যে ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়েও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।

সামান্তে নতুন করে ৯৬টি আউটপোস্ট বাড়লে আইটিবিপি-র পোস্টের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭২। বর্তমানে পোস্টের সংখ্যা ১৭৬।

.