নৌবাহিনীতে আসছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন INS Aridhaman

Updated By: Sep 15, 2017, 10:55 PM IST
নৌবাহিনীতে আসছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন INS Aridhaman

ওয়েব ডেস্ক:  আগামী মাসেই নৌবাহিনীতে ‌যোগ দিতে পারে সম্পূর্ণ দেশিয় প্র‌যুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস অরিদ্ধমান।

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী আগামী মাসেই পরমাণু শক্তি চালিত ওই ডুবো জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তার পরেই সেটির পরীক্ষা শুরু হবে। এটি হল ভারতের নিজস্ব প্র‌যুক্তিতে তৈরি দ্বিতীয় সাবমেরিন।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারত পরমাণু শক্তি চালিত আইএনএস আরিহান্তকে নৌবাহিনীতে আনে। এবার দ্বিতীয় সাবমেরিনটি আনা হল। এই সাবমেরিনটি আরিহান্তের থেকেও আরও শক্তিশালী। জলের নীচে অরিদ্ধমানের গতি আরিহান্তের থেকেও অনেক বেশি। বহন করতে পারে কে-১৫ ও কে-৪ এর মতো ব্যালিস্টিক মিসাইল।

প্রসঙ্গত, ডোকা লা নিয়ে চিনের সঙ্গে ভারতের সংঘাতের পর এই ধরনের সাবমেরিন আত্মপ্রকাশ করছে। ফলে এনিয়ে চিনের মাথাব্যথা থাকতেই পারে।

আরও পড়ুন-সেটিং ছিল না; তাই টিম ইন্ডিয়ার কোচ হতে পারিনি, বিস্ফোরক সহবাগ  

.