পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড জগতার সিং তারাকে
দীর্ঘ ২৩ বছর মামলা চলার পর অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে নিজের দোষ কবুল করে জগতার। দোষ স্বীকার করে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে একটি চিঠি দেয় অভিযুক্ত।
নিজস্ব প্রতিবেদন : পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং খুনের ঘটনায় জগতার সিং তারাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। শনিবার চণ্ডীগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জে এস সিন্ধু এই সাজা ঘোষণা করেন।
The Court has passed the order for life imprisonment for him: Lawyer of Jagtar Singh Tara, convicted for killing former #Punjab CM Beant Singh pic.twitter.com/UlhN5RvQQI
— ANI (@ANI) March 17, 2018
১৯৯৫ সালের ৩১ অগস্ট পঞ্জাব বিধানসভার বাইরে মানববোমা বিস্ফোরণ ঘটিয়ে খুন করা হয় রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে। তাঁকে খুন করার জন্য মানববোমা বানানো হয় পঞ্জাব পুলিসের কর্মী দিলবর সিংকে। তদন্তে নেমে এই ঘটনার মূলচক্রী জগতার সিং তারাকে গ্রেফতার করেন গোয়েন্দারা।
Jagtar Singh Tara murdered Beant Singh out of emotions & not due to land or property dispute. Murdering someone is bad but he has been given punishment after 22 yrs. It's painful for family as well as Sikh community: Roop Singh, Chief Secy, Shiromani Gurdwara Parbandhak Committee pic.twitter.com/qXLXIXoVAR
— ANI (@ANI) March 17, 2018
দীর্ঘ ২৩ বছর মামলা চলার পর অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে নিজের দোষ কবুল করে জগতার। দোষ স্বীকার করে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে একটি চিঠি দেয় অভিযুক্ত। এরপরই শনিবার জগতারকে সাজা শোনান বিচারক।
আরও পড়ুন- নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটা প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী