ভূস্বর্গের ভোগান্তি থেকে কলকাতায় ফিরে স্বস্তি পর্যটকদের পরিবারে
ওয়েব ডেস্ক:ভূস্বর্গে ভোগান্তির রেশ এখনও কাটেনি। তবু শহরে পৌছে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন ওঁরা। রাজ্য সরকারের তত্পরতায় অবশেষে ঘরে ফিরলেন বানভাসি কাশ্মীরে আটক কলকাতার ১৫ জন পর্যটক। টানা বর্ষণের জেরে কাশ্মীরে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। ভূস্বর্গ আক্ষরিক অর্থেই এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর। বেড়াতে গিয়ে বানভাসি কাশ্মীরে গত কয়েকদিন চরম ভোগান্তির শিকার হন কলকাতার বেশ কয়েকজন পর্যটক। রাজ্য সরকারের তত্পরতায় মঙ্গলবার রাতে অবশেষে কলকাতায় ফিরলেন টালিগঞ্জ ও পশ্চিম পুটিয়ারি এলাকার সেই বাসিন্দারা। উদ্বেগের অবসান ঘটিয়ে স্বস্তি ফিরল ভূস্বর্গ ফেরত এই পর্যটকদের পরিবারে।
হয়রানির বিবরণ দিতে গিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। বানভাসি ভূস্বর্গে ওঁরা সিআরপিএফ জওয়ানদেরই শুধু পাশে পেয়েছিলেন। তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বারবার। নিরাপদে শহরে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের তত্পরতারও ভূয়সী প্রশংসা করেছেন এই পর্যটকরা।