জসবন্তকেই সমর্থনের আশ্বাস জেডিইউ, শিবসেনার
উপরাষ্ট্রপতি নির্বাচনে রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসেছিল এনডিএ। লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে এই বৈঠক হয়। বৈঠকে বিজেপি শীর্ষনেতারা ছাড়াও ছিলেন এনডিএ-র অন্য শরিকেরা। বৈঠক শেষে এনডিএর আহ্বায়ক শরদ যাদব বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী জসবন্ত সিংয়ের জয় নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাবে এনডিএ।
উপরাষ্ট্রপতি নির্বাচনে রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসেছিল এনডিএ। লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে এই বৈঠক হয়। বৈঠকে বিজেপি শীর্ষনেতারা ছাড়াও ছিলেন এনডিএ-র অন্য শরিকেরা। বৈঠক শেষে এনডিএর আহ্বায়ক শরদ যাদব বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী জসবন্ত সিংয়ের জয় নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাবে এনডিএ। এ বিষয়ে বিজেপির দুই সাংসদ রাজীব প্রতাপ রুডি এবং শাহনাওয়াজ হুসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ জুলাই লালকৃষ্ণ আডবাণীর বাড়িতেই সর্বসম্মত ভাবে উপ-রাষ্ট্রপতি পদে ইউপিএ-র প্রার্থী হামিদ আনসারির বিরুদ্ধে রাজস্থানের বিজেপি নেতা তথা দার্জিলিংয়ের সাংসদ জসবন্ত সিংকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র দুই শরিক জনতা দল(ইউনাইটেড) ও শিবসেনা ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিল। কিন্তু ওই বৈঠকে উপ-রাষ্ট্রপতি পদে জসবন্ত সিংকেই সমর্থনের আশ্বাস দিয়েছে শিবসেনা ও জেডিইউ।
লালকৃষ্ণ আডবাণী জানিয়েছিলেন, উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র আহ্বায়ক শরদ যাদবের নামও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তাতে সায় ছিল না অনেকের। তবে জসবন্ত সিংয়ের নাম নিয়ে এনডিএ শিবিরে কোনও মতবিরোধ নেই বলেই দাবি গান্ধীনগরের বিজেপি সাংসদের। আগামী মাসের ৭ তারিখ অনুষ্ঠিতব্য উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদীয় পাটিগণিতের হিসেবে হামিদ আনসারির জয় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।