এনডিএ-তে ধাক্কা! মোদীকে ছেড়ে লালুর শিবিরে ভিড়লেন জিতন রাম মাঁঝি

এনডিএ ছেড়ে মহাজোটে নাম লেখানোর সিদ্ধান্ত নিলেন জিতন রাম মাঁঝি। মহাদলিত নেতাকে নিয়ে নতুন সমীকরণের আশায় আরজেডি।  

Updated By: Feb 28, 2018, 05:34 PM IST
এনডিএ-তে ধাক্কা! মোদীকে ছেড়ে লালুর শিবিরে ভিড়লেন জিতন রাম মাঁঝি

নিজস্ব প্রতিবেদন: বিহারে এনডিএ শিবিরে বড় ধাক্কা! বুধবার এনডিএ ছেড়ে আরজেডি-কংগ্রেসের মহাজোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঁঝি।

নীতীশের সঙ্গে টানাপোড়েনের জেরে হিন্দুস্তানি আওয়াম মোর্চা নামের দল খুলেছিলেন মহাদলিত নেতা জিতন রাম মাঁঝি। বিহারে বিধানসভা ভোটের আগে এনডিএ-র শরিকও হয়েছিলেন তিনি। এরপর পটনার রাজনৈতিক অলিন্দে অনেক বদল ঘটে গেছে। লালুর সঙ্গ ছেড়ে এনডিএ-তে প্রত্যাবর্তন করেছেন নীতীশ। সরকারে আসার পরই দফতর বন্টন নিয়ে শুরু হয় শরিকি বিবাদ। হিন্দুস্তানি আওয়াম মোর্চা জিতন রাম মাঁঝি ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশওয়া দলের মধ্যে চাপানউতোর শুরু হয়। 

দিন কয়েক আগে জেহনাবাদের উপনির্বাচনে লড়াই করতে চেয়েছিলেন মাঁঝি। আর এক শরিক নেতা কুশওয়া চেয়ে বসেন আসনটি। এই পরিস্থিতিতে ওই আসনটি জেডিইউ-কে ছেড়ে দিয়ে 'দুকুল' রক্ষা করে বিজেপি। কুশওয়ার মানভঞ্জন করেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, ''এনডিএ ছাড়ছি না। বাতাসার জন্য মন্দির ভাঙব না।'' তবু শেষ পর্যন্ত জিতন রাম মাঁঝিকে ধরে রাখতে পারল না গেরুয়া শিবির।   

আরও পড়ুন- মুজফফরপুর দুর্ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার আত্মসমর্পণ      

রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালের আগে এনডিএ-কে টেক্কা দিতে মুসলিম-যাদব ভোটব্যাঙ্কের উপর নির্ভর করছেন লালুপ্রসাদ যাদব। এর সঙ্গে বাড়তি পাওনা হল জিতন রাম মাঁঝির দখলে থাকা মহাদলিত ভোট ব্যাঙ্ক। ফলে, এই নয়া সমীকরণ নীতীশ-মোদীর কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। 

.