কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি
বেশকিছুক্ষণ গুলির লড়াই চালানোর পর যে বাড়িটিতে তারা লুকিয়ে ছিল সেটিকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় সিআরপিএফ
নিজস্ব প্রতিবেদন: সাতসকালে এনকাউন্টারে কেঁপে উঠল কাশ্মীরের কুলগাম। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াই নিহত ৫ জঙ্গি।
আরও পড়ুন-বিধায়ক খুনে ওসি ও দেহরক্ষীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রবিবার সকালেই কুলগামের দেবসারের কেল্লামে একটি বাড়িকে ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। গোপন সূত্রে খবর ছিল, ওখানেই লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের চ্যালেঞ্জ করতেই শুরু হয়ে যায় গুলির লড়াই।
সিআরপিএফ বেশকিছুক্ষণ গুলির লড়াই চালানোর পর যে বাড়িটিতে তারা লুকিয়ে ছিল সেটিকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। তাদের ডেরা থেকে ওয়াকিটকি ও বহু হাতিয়ার উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের দেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-ফুচকা নিয়ে আর বাড়ি ফেরেনি স্বামী! বিধায়ক খুনে বিজেপির দিকেই অভিযোগের আঙুল স্ত্রীর
এদিকে, ওই এনকাউন্টারের সময় সিআরপিএফ জওয়ানদের ঘিরে ধরে পাথর নিক্ষেপকারীরা। দফায় দফায় পাথর ছুড়ে তারা নিরাপত্তা বাহিনীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জনতার ছোড়া পাথরে আহত হয়েছেন ৪ জওয়ান। এর মধ্যেই জঙ্গিদের নিকেশ করে তাদের বের করে আনে জওয়ানরা।