কর্ণাটকে পাঁচ বছরে ১ কোটি কর্মস্থানের প্রতিশ্রুতি কংগ্রেসের
কর্মসংস্থান ছাড়াও প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই, প্রবীণদের জন্য স্বাস্থ্য প্রকল্প ও ভিনরাজ্যের শ্রমিকদের বিনামূল্য রেশনের প্রতিশ্রুতি কংগ্রেসের।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ক্ষমতায় আসলে পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি বলেন, ''এই ইস্তাহার রাজ্যবাসীর কণ্ঠস্বর।'' কর্মসংস্থান ছাড়াও প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই, প্রবীণদের জন্য স্বাস্থ্য প্রকল্প ও ভিনরাজ্যের শ্রমিকদের বিনামূল্য রেশনের মতো প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ইস্তাহারে।
Mangalore: CM Siddaramaiah, Congress President Rahul Gandhi and other senior party leaders launch Congress party's manifesto for #KarnatakaElections2018. Rahul Gandhi says,'Whatever the manifesto says will be done, 95% of what was mentioned in the last manifesto has been done.' pic.twitter.com/p5J81iRW7R
— ANI (@ANI) April 27, 2018
'মন কি বাত' শীর্ষক প্রধানমন্ত্রী মাসিক আকাশবাণীর অনুষ্ঠানকে খোঁচা দিয়ে রাহুল বলেন,''বন্ধ ঘরে ৩-৪ জন মিলে এই ইস্তাহার তৈরি করেননি। প্রতিটি জেলা ও সম্প্রদায়ের দাবিদাওয়া প্রতিফলিত হয়েছে ইস্তাহারে। এটা মানুষের মন কি বাত।''
We released the Congress Manifesto for Karnataka earlier today. It captures the “Mann Ki Baat” of the people of Karnataka and makes very specific commitments that we intend to deliver on, including creating 1 Cr. new jobs over the next 5 yrs. #NavaKarnatakaManifesto pic.twitter.com/hktUWrpeiI
— Rahul Gandhi (@RahulGandhi) April 27, 2018
আরএসএস ও রেড্ডি ভাইদের নিশানা করে রাহুল গান্ধী বলেন,''প্রতিটি জেলায় গিয়ে এই ইস্তাহার তৈরি করেছেন মইলি। আরএসএসের মতো কোনও গোপন স্বার্থ লুকিয়ে নেই কংগ্রেসের ইস্তাহারে।''
আরও পড়ুন- মাঝআকাশে রাহুলের উড়ানে বিপত্তি, কংগ্রেসের ষড়যন্ত্রের অভিযোগ ওড়াল ডিজিসিএ