সন্ধে ছটার মধ্যে ফের ইস্তফা দিন, কর্ণাটকের বিদ্রোহী বিধায়কদের নির্দেশ সুপ্রিম কোর্টের
আদালতের পক্ষ থেকে কর্ণাটকের স্পিকারকে গোটা বিষয়টি নিয়ে আজই সিদ্ধান্ত নিয়ে ফেলতে অনুরোধ করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক নিয়ে রাজনৈতিক টানাপোড়েন আরও জোরালো হল সুপ্রিম কোর্টের রায়ে। রাজ্যের ১৬ বিদ্রোহী বিধায়কদের ফের ইস্তফাপত্র জমা নির্দেশ দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে স্পিকারের কাছে ফের ইস্তফাপত্র জমা দিতে হবে তাদের। শুক্রবার এনিয়ে ফের শুনানি করবে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে অমর্ত্য সেনের বক্তব্যকে ঢাল করছে তৃণমূল
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আজ দুপুর দুটোর মধ্যে মুম্বই থেকে কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরুতে ফিরবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ওইসব বিধায়কদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য ডিজিপিকে নির্দেশে দিয়েছে আদালত।
Karnataka Minister and Congress leader DK Shivakumar in #Bengaluru: We have confidence that the MLAs will be with us. I hope they will come back and withdraw their resignation. #Karnataka pic.twitter.com/qmfqPsPRee
— ANI (@ANI) July 11, 2019
এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সরাসরি স্পিকারের কাছে গিয়ে তাঁদের পদত্যাগের কথা জানাতে হবে কর্ণাটকে ১৬ বিদ্রোহী বিধায়ককে। পাশাপাশি আদালতের পক্ষ থেকে কর্ণাটকের স্পিকারকে গোটা বিষয়টি নিয়ে আজই সিদ্ধান্ত নিয়ে ফেলতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন-মার্কিন সফরে হোয়াইট হাউসেই থাকবেন ইমরান
এদিকে, ওইসব বিধায়করা তাদের ইস্তফা দেওয়ার পর কুমারস্বামী সরকারের টালমাটাল অবস্থা। বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার দাবিও উঠেছে। রাজনৈতিক মহলের জল্পনা ছিল ইস্তফা দিতে পারেন কুমারস্বামী। তবে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে রাজ্যের কংগ্রেস নেতা ডি কে শিবকুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘কুমারস্বামীর ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ২০০৮ সালে ইয়েদুরাপ্পা যাখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর দলের অনেক বিধায়কই ইস্তফা দিয়েছিলেন। তারজন্য কি ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছিলেন?’