ইয়েদুরাপ্পার জামিনের শুনানি স্থগিত রাখল হাইকোর্ট
জমি কেলঙ্কারির অভিযোগে ধৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জামিনের আবেদন সংক্রান্ত শুনানি স্থগিত রাখল কর্নাটক হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিভি পিন্টো বিজেপির লিঙ্গায়েত নেতার অন্তর্বর্তী ও স্থায়ী জামিন সংক্রান্ত দুটি আবেদনের শুনানি ২০ অক্টোবর পর্যন্ত পিছিযে দেওয়ার নির্দেশ দেন।
জমি কেলঙ্কারির অভিযোগে ধৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জামিনের আবেদন সংক্রান্ত শুনানি স্থগিত রাখল কর্নাটক হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিভি পিন্টো বিজেপির লিঙ্গায়েত নেতার অন্তর্বর্তী ও স্থায়ী জামিন সংক্রান্ত দুটি আবেদনের শুনানি ২০ অক্টোবর পর্যন্ত পিছিযে দেওয়ার নির্দেশ দেন। ইয়েদুরাপ্পার কৌঁসুলি রবি নায়েক তাঁর 'অসুস্থ' মক্কেলের অন্তর্বর্তী জামিন আবেদনের শুনানি দ্রুত শেষ করার আবেদন জানালেও সেই আর্জি কারিজ করে দেন বিচারপতি পিন্টো।
জমি কেলেঙ্কারি সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানার জেরে শনিবার কর্নাটকের বিশেষ লোকায়ুক্ত আদালতে আত্মসমপর্পণ করেন বিএস ইয়েদুরাপ্পা। বিচারক এন কে সুধীন্দ্র রাও জামিনের আবেদন খারিজ করে দিয়ে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলে যাওয়ার কিছু পরেই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। রবিবার সকালে তাঁকে জয়দেব হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। এদিন হাইকোর্টে জামিন শুনানি পিছিয়ে যাওয়ার ফলে ইয়েদুরাপ্পার জেলে প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল হল বলেই মনে করা হচ্ছে।