মাছরাঙার প্রতিশ্রুতিভঙ্গ, দেওয়ালিতেও আঁধারে কর্মীরা

দেওয়ালিটা আঁধারেই কাটল মাছরাঙার কর্মীদের। আশ্বাস সত্ত্বেও বঞ্চনার স্বীকার হলেন কিংফিশারের কর্মীরা। এই দীপাবলিতেই বিমানকর্মীদের মে মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সংস্থার সূত্র মারফত জানা গিয়েছে, মুখ ফিরিয়েছে কিংফিশার কর্তৃপক্ষ। টানা ২৬ দিন কর্মবিরতির পর গতমাসে সংস্থার আশ্বাসে কাজে যোগ দেন প্রায় তিন হাজার বিমান কর্মী। মার্চ মাসের বেতন সেই সময়ই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Updated By: Nov 13, 2012, 08:46 PM IST

দেওয়ালিটা আঁধারেই কাটল মাছরাঙার কর্মীদের। আশ্বাস সত্ত্বেও বঞ্চনার স্বীকার হলেন কিংফিশারের কর্মীরা। এই দীপাবলিতেই বিমানকর্মীদের মে মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সংস্থার সূত্র মারফত জানা গিয়েছে, মুখ ফিরিয়েছে কিংফিশার কর্তৃপক্ষ। টানা ২৬ দিন কর্মবিরতির পর গতমাসে সংস্থার আশ্বাসে কাজে যোগ দেন প্রায় তিন হাজার বিমান কর্মী। মার্চ মাসের বেতন সেই সময়ই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এপ্রিল মাসের মাইনে মিটিয়ে দেওয়ার কথা দেওয়া হয় ৩১ অক্টোবরের মধ্যে। চলতি মাসের ১৩ তারিখের মধ্যে কর্মিদের মে মাসের বকেয়া বেতন পাওয়ার কথা ছিল।

.