কুলগামে রাতভর গুলির লড়াই, শহিদ ১ জওয়ান

শেষ খবর পাওয়া প‌র্যন্ত ২-৩ জন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। শুরু হয়েছে প্রবল গুলির লড়াই

Updated By: Apr 11, 2018, 09:42 AM IST
কুলগামে রাতভর গুলির লড়াই, শহিদ ১ জওয়ান

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের কুলগামে শুরু হয়েছে জঙ্গি সেনা গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান। আহত ৩ জওয়ান। এদের মধ্যে ২ জন সেনাবাহিনীর এবং তৃতীয়জন সিআরপিএফের।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কুলগামের খুদওয়ানি এলাকায় অভি‌যান চালায় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রাতেই গোলগুলি শুরু করে দেয় জঙ্গিরা। শেষ খবর পাওয়া প‌র্যন্ত ২-৩ জন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। শুরু হয়েছে প্রবল গুলির লড়াই। গোলাগুলি তীব্র হওয়ায় সিআরপিএফের ৬টি কোম্পানিকে ঘটনাস্থলে আনা হয়েছে।

আরও পড়ুন-কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

এদিকে, জঙ্গিদের সন্ধানে অভি‌যান শুরু হওয়ার পর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও কুলগামে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীনগর-বানিহাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

.