চেন্নাই-কলকাতা ম্যাচের টিকিট ও জার্সি পুড়িয়ে বিক্ষোভ তামিলনাড়ুতে

কয়েকটি জায়গায় তামিল পন্থী সংগঠনগুলি সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ বাধে। প্রায় ৩৫০জনকে গ্রেফতার করা হয়েছে।

Updated By: Apr 10, 2018, 11:24 PM IST
চেন্নাই-কলকাতা ম্যাচের টিকিট ও জার্সি পুড়িয়ে বিক্ষোভ তামিলনাড়ুতে

নিজস্ব প্রতিবেদন: কাবেরী বিবাদ নিয়ে উত্তপ্ত তামিলনাড়ু। চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখালেন অনেকে। চেন্নাইয়ের হলুদ জার্সি পুড়িয়ে প্রতিবাদ দেখান অনেকে। অনেকে আবার ম্যাচের টিকিট পুড়িয়ে দেন। পিএ চিদম্বরম স্টেডিয়াম কার্যত দুর্গে পরিণত হয়েছে। কলকাতা ও চেন্নাইয়ের ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  

আইপিএল ম্যাচ বয়কটের দাবিতে এদিন রাস্তায় নেমেছিল কয়েকটি তামিল পন্থী সংগঠনগুলি এদিন রাস্তায় নেমেছিল। কয়েকটি জায়গায় তাদের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ বাধে। প্রায় ৩৫০জনকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবারই তামিলনাড়ুর কলাকুশলীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। সুপারস্টার রজনীকান্ত নিজেও জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে আইপিএল ম্যাচের আয়োজন অস্বস্তিকর।

আরও পড়ুন- দেশের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভের সূচনা প্রধানমন্ত্রীর

.