দেশের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভের সূচনা প্রধানমন্ত্রীর

ভারতের প্রথম হাইস্পিড ইলেকট্রিক লোকোমোটিভের যাত্রার সূচনা। শিয়া, চিন, জার্মানি ও সুইডেনের পর এবার ভারতে চালু হল লোকোমোটিভ। 

Updated By: Apr 10, 2018, 09:11 PM IST
দেশের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভের সূচনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রথম হাইস্পিড ইলেকট্রিক লোকোমোটিভ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''২০০৭ সালে প্রকল্পটি অনুমোদন পেয়েছিল। তারপর ৮ বছর ধরে ফাইলে ধুলো জমছিল। ৩ বছর আগে ধুলো ঝেড়ে কাজ শুরু করে এনডিএ সরকার। প্রকল্পের প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে।''   

প্রতিঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ৬ হাজার টন ওজন টানতে সক্ষম ১২ হাজার অশ্বশক্তির এই ইঞ্জিন। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে ফরাসী সংস্থা অলস্টমের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি হচ্ছে বিহারের মাধেপুর রেল কারখানায়। রাশিয়া, চিন, জার্মানি ও সুইডেনে ১২ হাজার বা তার বেশি অশ্বশক্তির ইঞ্জিন চালানো হয়। সেই তালিকায় যোগ দিল ভারত। এর ফলে গতি ও বহন ক্ষমতা বাড়বে। গোটা প্রকল্পে খরচ হয়েছে ১,৩০০ কোটি টাকা।

মাধেপুর রেল কারখানার ম্যানেজিং ডিরেকটর সচিন গোয়েলের কথায়, ''ভারতীয় আবহাওয়ার সঙ্গে তাল রেখে ইঞ্জিনটি তৈরি করা হয়েছে।''

আরও পড়ুন- সংসদে অচলাবস্থার প্রতিবাদে এক দিনের অনশনে বসবেন মোদী-শাহ

.