ফের ধস, ব্যহত চারধাম যাত্রা, নাজেহাল তীর্থযাত্রীরা
ফের ধসে ব্যহত চারধাম যাত্রা। ধসে বিধ্বস্ত উত্তরকাশী। বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে। নিরাপত্তার কারণে উত্তরাখণ্ডের শ্রীনগরেই আটকে দেওয়া হচ্ছে পর্যটকদের। ধসে বিপর্যস্ত উত্তর কাশী। বরুণাবত পাহাড়ের গায়ে দেখা দিয়েছে বিরাট ফাটল।
ব্যুরো: ফের ধসে ব্যহত চারধাম যাত্রা। ধসে বিধ্বস্ত উত্তরকাশী। বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে। নিরাপত্তার কারণে উত্তরাখণ্ডের শ্রীনগরেই আটকে দেওয়া হচ্ছে পর্যটকদের। ধসে বিপর্যস্ত উত্তর কাশী। বরুণাবত পাহাড়ের গায়ে দেখা দিয়েছে বিরাট ফাটল।
শুধু উত্তরকাশীই নয়। ধসের জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বহু এলাকাই। ধসের জেরে চামোলি ও রুদ্রপ্রয়াগ জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ধসের জেরে নাজেহাল চার ধাম যাত্রীরা। বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী হাইওয়ে। একই হাল বন্দ্রীনাথ ন্যাশনাল হাইওয়ের। রীতিমতো সমস্যায় পর্যটক ও তীর্থযাত্রীরা।
নিরাপত্তার কথা ভেবে শ্রীনগরের পর তীর্যযাত্রীদের এগোতে দিচ্ছে না প্রশাসন
তত্পরতার সঙ্গে ধস সরানোর কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। রীতিমতো ভাসছে উজ্জয়িনী ও সংলগ্ন এলাকা। বেশ কিছু নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে।