সারদাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বামেরা
জনগণের টাকায় চিটফাণ্ডের প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়া যায় কি? এই প্রশ্ন নিয়ে সিপিআইএম দ্বারস্থ হল প্রধানমন্ত্রীর। রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মনমোহন সিংয়ের কাছে চিঠি লিখে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন। তাঁদের প্রশ্ন, কেন সারদার সম্পত্তি ক্রোক করে ক্ষতিপূরণের টাকা তোলা হচ্ছে না?
জনগণের টাকায় চিটফাণ্ডের প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়া যায় কি? এই প্রশ্ন নিয়ে সিপিআইএম দ্বারস্থ হল প্রধানমন্ত্রীর। রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মনমোহন সিংয়ের কাছে চিঠি লিখে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন। তাঁদের প্রশ্ন, কেন সারদার সম্পত্তি ক্রোক করে ক্ষতিপূরণের টাকা তোলা হচ্ছে না?
তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষের জেরা শুরুর পর, ফের একবার ঝিমিয়ে পড়া সারদা কেলেঙ্কারি শিরোনামে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতারিতদের ক্ষতিপূরণের চেক দিতে শুরু করেছেন। আর এই ক্ষতিপূরণ নিয়েই প্রশ্ন তুলছে বামেরা। দীর্ঘদিন ধরেই সারদা ইস্যুতে সিবিআই তদন্ত চাইছিল রাজ্যের বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর কাছে সোমবার আবারও সেই দাবি জানিয়েছে সিপিআইএম। সারদাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জোড়াল করেছেন সীতারাম ইয়েচুরিও। সোমবার কোম্পানি বিষয়ক মন্ত্রী শচীন পাইলটের সঙ্গেও দেখা করেন সীতারাম ইয়েচুরি ও সূর্যকান্ত মিশ্র।