একটা SMS করুন, আর আধার সঙ্গে প্যান জুড়ে নিন
আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে, চলতি বছরের ৩০ জুনের মধ্যে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর দফতর। এবার সেই লিঙ্কিং প্রসেস হয়ে গেল আরও সোজা। আপনি আপনার আধারের সঙ্গে আপনার প্যান নাম্বারটি লিঙ্ক করতে পারবেন এবার SMS-এর মাধ্যমেই।
ওয়েব ডেস্ক : আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে, চলতি বছরের ৩০ জুনের মধ্যে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর দফতর। এবার সেই লিঙ্কিং প্রসেস হয়ে গেল আরও সোজা। আপনি আপনার আধারের সঙ্গে আপনার প্যান নাম্বারটি লিঙ্ক করতে পারবেন এবার SMS-এর মাধ্যমেই।
এই জন্য করদাতাদের নিজের মোবাইল থেকে দুটির মধ্যে যেকোনও একটি নাম্বারে SMS করতে হবে, ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১। এবার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইলে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট স্থানে দিয়ে দেওয়ার পরই, আপনার আধারের সঙ্গে প্যান নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে।
পাশাপাশি, আগের ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে কুইক লিঙ্কের মাধ্যমে দুই পরিচয় পত্রের মধ্যে সংযোগ ঘটানোর প্রক্রিয়াটিও চালু থাকছে।
আরও পড়ুন, এবার তেজস এক্সপ্রেস নিয়ে এমনই করল রেল!