পেট্রোল - ডিজেলের পর এবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল সিলিন্ডার?
এদিনের মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় গৃহস্থালির রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৪৯৬.৬৫ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭২৩.৫০ টাকা। যা দেশের ৪ মহানগরের মধ্যে সব থেকে বেশি।
নিজস্ব প্রতিবেদন: ফের ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের পর এবার মূল্যবৃদ্ধির দানব সরাসরি হানা দিল গেরস্থের হেঁশেলে। এক ধাক্কায় ৪৮ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ল ২.৩৪ পয়সা।
এদিনের মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় গৃহস্থালির রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৪৯৬.৬৫ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭২৩.৫০ টাকা। যা দেশের ৪ মহানগরের মধ্যে সব থেকে বেশি।
দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৩.৫৫ টাকা, মুম্বইয়ে ৪৯১.৩১ টাকা ও চেন্নাইতে ৪৮১.৮৪ টাকা।
Price of subsidised LPG cylinder in Delhi - Rs 493.55, Kolkata- Rs 496.65, Mumbai - Rs 491.31 and Chennai - Rs 481.84, to be effective from today.
— ANI (@ANI) June 1, 2018
টানা ১৬ দিন পেট্রোল - ডিজেলের দামবৃদ্ধির পর নাভিশ্বাস দেশবাসীর। কর্ণাটক নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার দাম পরিবর্তনে লাগাম লাগালেও ভোট মিটতেই বাড়তে থাকে তেলের দাম। বৃহস্পতিবার দেশজুড়ে ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরোতে এবার বাড়ল রান্নার গ্যাসের দর।
২ দিনে উত্তর পূর্ব ভারতে ঢুকবে বর্ষা, বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকা
তবে শুক্রবার নামমাত্র কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ পয়সা। ডিজেলের দাম কমেছে লিটারে ৫ পয়সা। এর ফলে কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম হয়েছে ৮০.৯২ টাকা। ডিজেল মিলছে লিটারপিছু ৭১.৭৫ টাকা দরে।