মধ্যপ্রদেশের উপনির্বাচনে দুটি আসনই ধরে রাখল কংগ্রেস

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালে হার বিজেপির। 

Updated By: Feb 28, 2018, 10:12 PM IST
মধ্যপ্রদেশের উপনির্বাচনে দুটি আসনই ধরে রাখল কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের পর মধ্যপ্রদেশেও উপনির্বাচনে 'ক্লিন সুইপ' কংগ্রেসের। মধ্যপ্রদেশের কোলারস ও মুঙ্গাওলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থীরা। কংগ্রেস বিধায়কদের মৃত্যুর পর উপনির্বাচন হয়। দুটি আসনই ধরে রেখেছে কংগ্রেস। 

কোলারস বিধানসভা কেন্দ্রে বিজেপির দেবেন্দ্র জৈনকে আট হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী মহেন্দ্র সিং যাদব। এই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৭৪,৪৩২টি ভোট।  ৮২,৫১৫টি ভোট গিয়েছে জয়ী কংগ্রেস প্রার্থীর ঝুলিতে। মুঙ্গাওলিতে ২১২৪টি ভোটে বিজেপিকে মাত দিয়েছেন কংগ্রেস প্রার্থী ব্রিজেন্দ্র সিং যাদব।

আরও পড়ুন- কলেজ ছাত্রীদের লক্ষ্য করে ছোড়া হল বীর্যভর্তি বেলুন

চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে সেমিফাইনালে জয়ের পর কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রতিক্রিয়া, ''সত্য ও উন্নয়নের জয় হল। বিজেপিকে তাড়াতে বদ্ধপরিকর রাজ্যবাসী।''       

ওদিকে, ওডিশার বিজেপুরে উপনির্বাচনেও বিজেডির কাছে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির।    

আরও পড়ুন- ওডিশায় উপনির্বাচনে হার বিজেপির, ভবিষ্যতে প্রভাব ফেলবে, বললেন নবীন

.