Viral Video | Maha Kumbh 2025: ল্যাঙোট আর জটা নিয়েই ব্যাট-বলে ঝড় তুলছেন সাধুসন্তরা! কুম্ভে লেখা হচ্ছে ক্রিকেট-কাব্যও...
Maha Kumbh 2025: মহাকুম্ভে একী হচ্ছে! ধুতি, মাথায় পাগড়ি পরে ক্রিকেট খেলছেন সাধুরা। ভাইরাল ভিডিয়োয় হইচই নেটপাড়ায়।
![Viral Video | Maha Kumbh 2025: ল্যাঙোট আর জটা নিয়েই ব্যাট-বলে ঝড় তুলছেন সাধুসন্তরা! কুম্ভে লেখা হচ্ছে ক্রিকেট-কাব্যও... Viral Video | Maha Kumbh 2025: ল্যাঙোট আর জটা নিয়েই ব্যাট-বলে ঝড় তুলছেন সাধুসন্তরা! কুম্ভে লেখা হচ্ছে ক্রিকেট-কাব্যও...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/08/520171-mahakumbh.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে যে শুধুই সবাই পুণ্য স্নান করতে তা নয়। অনেকেই সাধুদের আশীর্বাদ পেতে বিভিন্ন আখড়ায়ও গিয়ে থাকেন। এখন সোশ্যাল মিডিয়ার দৌলত বহু সাধুদের ধ্যান, জপ বা ভক্তদের আশীর্বাদ করার দৃশ্য ভাইরাল হয়েছে। ঠিক সেইভাবেই সম্প্রতি কিছু সাধুদের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মহাকুম্ভের বাবারা তাঁদের অবসর সময়ে ক্রিকেট ম্যাচ খেলায় মত্ত। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সাধুরা স্থানীয়দের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলায় অংশগ্রহণ করেছে। তাঁরা সবাই চলতি বছরের মহাকুম্ভমেলায় অংশগ্রহণকারী।
আরও পড়ুন:Student Death: পড়াশোনার জন্য বকুনি বাবার! অভিমানে অ্যাসিড খেয়ে জীবন শেষ করল ১৫-র মেয়ে...
জিতেন্দ্র প্রতাপ সিং নামে একজন এক্স ব্যবহারকারী ভিডিয়ো শেয়ার করেন। এবং ক্যাপশনে লেখেন, 'মহাকুম্ভের সময় অবসর সময়ে সাধুরা ক্রিকেট খেলছেন।' ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে, একজন সাধু গেরুয়া ধুতি এবং মাথায় পাগড়ি পরে ব্যাটিং করছেন। তাঁরা যখন খেলছেন প্রয়াগরাজের জনতা তাদের উল্লাস করছে। ভিডিয়োর উপরে লেখা, 'বাবা XI বনাম প্রয়াগরাজ'।
—Jitendra pratap singh (@jpsin1) February 5, 2025
ইতোমধ্যেই ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। অনেক নেটিজেনরাই মনে করেছেন যে এটি তাদের দেখা সবচেয়ে সুন্দর রিলের মধ্যে একটি। অন্যদিকে, বসন্ত পঞ্চমীতে শেষ অমৃত স্নানের সমাপ্তির পর নাগা সাধুদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। তারা মহাকুম্ভ ছেড়ে কাশীতে যাত্রা করার জন্য প্রস্তুত। এই বিশাল সমাবেশ ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে এবং ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত চলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)