লাল ঝান্ডার জয়, কৃষকদের দাবি মানল মহারাষ্ট্র সরকার

সারা দেশে যখন একবগ্গা গেরুয়া ঝড়ের দাপটে উড়ে যাচ্ছে বিরোধী রাজনীতির প্রতিরোধ, ঠিক তখনই বিজেপি শাসিত মহারাষ্ট্রে হাজার ভুখা মানুষের মিছিল নজর কেড়েছিল সকলের। তাঁদের বক্তব্য, কথা রাখেনি সরকার।

Updated By: Mar 12, 2018, 07:43 PM IST
লাল ঝান্ডার জয়, কৃষকদের দাবি মানল মহারাষ্ট্র সরকার

নিজস্ব প্রতিবেদন: হাজার হাজার প্রতিবাদী কৃষকের নাছোড় দাবি মানতে বাধ্য হল মহারাষ্ট্র সরকার। সোমবার বিকালে কৃষকদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল সরকারের তরফে লিখিতভাবে দাবি দাওয়া মেনে নেওয়ার কথা জানিয়ে দিলেন।

আরও পড়ুন- কিষাণ সভার ডাকে বিধানসভা ঘেরাও অভি‌যান, আজাদ ময়দানে জনসমুদ্র

সারা দেশে যখন একবগ্গা গেরুয়া ঝড়ের দাপটে উড়ে যাচ্ছে বিরোধী রাজনীতির প্রতিরোধ, ঠিক তখনই বিজেপি শাসিত মহারাষ্ট্রে হাজার ভুখা মানুষের মিছিল নজর কেড়েছিল সকলের। তাঁদের বক্তব্য, কথা রাখেনি সরকার। ন্যূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি-সহ কৃষি ঋণ মুকুবের দাবিতে হাতে লাল ঝান্ডা নিয়ে 'লং মার্চ' শুরু করেছিলেন ৩০ হাজার কৃষক। পুণা থেকে যখন মুম্বইয়ে এসে পৌঁছল সেই জন জোয়ার, তখন তাতে সামিল ৫০ হাজার মানুষ। এই সুশৃঙ্খল অথচ অনড় প্রতিবাদী মানুষগুলির দাবিতে অবশেষে মান্যতা দিতে বাধ্য হল গেরুয়া সরকার। দেশের রাজনৈতিক ময়দান থেকে বাম ক্ষমতা যখন ক্ষমশ ক্ষয়িষ্ণু, সে সময় এমন সর্বহারাদের মিছিল এবং দাবি আদায় নিঃসন্দেহে বিশেষ তাত্পর্যপূর্ণ।

আরও পড়ুন-  সোমবার ঘেরাও বিধান ভবন, মুম্বইয়ে হাজির হাজার হাজার কৃষক

.