কোভিড টিকার জোগান ও বাংলার নাম বদল নিয়ে প্রধানমন্ত্রীকে বললেন Mamata
মঙ্গলবার মোদী-মমতা (Modi-Mamata Meeting) বৈঠক। প্রায় ৪৫ মিনিট কথা দু'জনের।
নিজস্ব প্রতিবেদন: কোভিড টিকাকরণ ও বাংলার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল ৪টেয় প্রধানমন্ত্রীর বাসভবনে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট ধরে চলে দু'জনের বৈঠক। .
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,'প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। বাংলার ভোটে জনতার আশীর্বাদ পেয়েছি। তার পর থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় পাইনি। আর কলাইকুণ্ডায় একান্ত বৈঠকের সুযোগ ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নির্বাচনের পর সাংবিধানিক রীতি মেনে দেখা করতে হয়। এটা সৌজন্য বৈঠক।'
রাজ্যে টিকা কম পাঠানো হচ্ছে বলে অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন প্রধানমন্ত্রীর কাছেও রাজ্যের দাবি তুলে ধরেন তিনি। এর পাশাপাশি বাংলার নাম পরিবর্তনের বিষয়টি বিধানসভায় পাশ হলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এনিয়েও তদ্বির করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,'প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড নিয়ে আলোচনা করেছি। আর একটু বেশি টিকা ও ওষুধ দরকার। আমরা চাই, সব রাজ্যই পাক। তবে আমাদের জনসংখ্যা অনুযায়ী কম পেয়েছি। বাংলায় কোভিড সংক্রমণ ১ শতাংশের আশেপাশে। তৃতীয় ঢেউয়ের আগে রাজ্যের সবাই টিকা পাক। বাংলার প্রকল্পগুলি নিয়েও কথা হয়েছে। রাজ্যে নাম পরিবর্তন বিষয়টি দেখার অনুরোধ করেছি। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।'
আরও পড়ুন- CAA নিয়ম প্রণয়নের জন্য সময় দরকার, আইন তৈরির দেড় বছর পর জানাল শাহের মন্ত্রক