ময়নাতদন্তের টেবিলে ধরা পড়ল 'লাশ' আসলে জীবন্ত মানুষ

  আর একটু হলেই তাঁকে মৃত বলে কাটাছেঁড়া শুরু হত। ময়নাতদন্তের জন্য টেবিলে শোয়া লাশটা দেখে একজনের মনে হল মানুষয়া যেন নড়ে উঠল না। তারপর বোঝা গেল লাশ আসলে জীবন্ত মানুষ। যেটাকে মৃতদেহ বলে আনা হয়েছিল, সেই দেহ থেকে শ্বাস-নিঃশ্বাস নেওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এমনই অবাক করা ঘটনাই ঘটল মুম্বইয়ের বৃহণ্মুম্বই পুরসভার অন্তর্গাত লোকমান্য তিলক সায়ন হাসপাতালে। হাসপাতাল তো জীবিতকেই মৃত ঘোষণা করে লাশকাটা ঘরে পৌঁছে দিয়েছিল।    

Updated By: Oct 12, 2015, 02:12 PM IST
ময়নাতদন্তের টেবিলে ধরা পড়ল 'লাশ' আসলে জীবন্ত মানুষ

ওয়েব ডেস্ক:  আর একটু হলেই তাঁকে মৃত বলে কাটাছেঁড়া শুরু হত। ময়নাতদন্তের জন্য টেবিলে শোয়া লাশটা দেখে একজনের মনে হল মানুষয়া যেন নড়ে উঠল না। তারপর বোঝা গেল লাশ আসলে জীবন্ত মানুষ। যেটাকে মৃতদেহ বলে আনা হয়েছিল, সেই দেহ থেকে শ্বাস-নিঃশ্বাস নেওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এমনই অবাক করা ঘটনাই ঘটল মুম্বইয়ের বৃহণ্মুম্বই পুরসভার অন্তর্গাত লোকমান্য তিলক সায়ন হাসপাতালে। হাসপাতাল তো জীবিতকেই মৃত ঘোষণা করে লাশকাটা ঘরে পৌঁছে দিয়েছিল।    

গত রবিবার, রাস্তায় এক ব্যক্তি বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিস তাঁকে হাসপাতালে ভর্তি করায়। চিকিত্সাও শুরু হতে বেশ খানিকটা দেরী হয়ে যায়।  পরে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিত্করা।

এই গাফিলতির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

.