মহারাষ্ট্রে সিআরপিএফ কনভয়ে হামলা, শহিদ ১ জওয়ান
মহারাষ্ট্রের গডচিরোলিতে সিআরপিএফ কনভয়ে মাওবাদী হামলা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মাওবাদীদের গুলিতে এক জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন দুজন। সূত্রের খবর, নিহত জওয়ানের নাম মঞ্জুনাথ। নিউজ এইটটিনের খবর অনুযায়ী, নিহত জওয়ান কর্ণাটকের বাসিন্দা।
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের গডচিরোলিতে সিআরপিএফ কনভয়ে মাওবাদী হামলা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মাওবাদীদের গুলিতে এক জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন দুজন। সূত্রের খবর, নিহত জওয়ানের নাম মঞ্জুনাথ। নিউজ এইটটিনের খবর অনুযায়ী, নিহত জওয়ান কর্ণাটকের বাসিন্দা।
আরও পড়ুন: সংবিধান কাকে কতটা ক্ষমতা দিয়েছে? দড়ি টানাটানিতে শাসন-বিচার বিভাগ
গত ২ নভেম্বরই গোয়েন্দা সংস্থার তরফে মাওবাদী হামলার আশঙ্কা প্রকাশ করে সিআরপিএফকে সতর্ক করা হয়। গোয়েন্দাদের দাবি, মাওবাদীরা রেড করিডোর এলাকায় নতুন করে শক্তি সঞ্চয়ের চেষ্টায় রয়েছে। তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে হামলা করতে পারে বলে আগেই গোপন সূত্রে খবর পেয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু তবু হামলা না রুখতে পারায় প্রশ্ন উঠছে বাহিনী ও গোয়েন্দাদের মধ্যে সমন্বয়ের ত্রুটি নিয়ে। সিআরপিএফের যে ক্যাম্পে হামলা হয়েছে, সেটি গনিডা ও গডচিরোলিতা সীমান্তের মাঝে রয়েছে।
আরও পড়ুন: ফের কমতে পারে পিএফে সুদের হার!