মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২০
মহারাষ্ট্রে ধুলে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। জানা যাচ্ছে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। আহত হয়েছে ১৫ জন।
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের শিরপুরে ভয়াবহ বিস্ফোরণ রাসায়নিক কারখানায়। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। প্রাথমিকভাবে এমনটাই খবর মিলছে। গুরুতর জখম ১৫ জন। ঘটনাটি ঘটে সকাল ৯.৪৫ নাগাদ।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই কারখানায় আটকে পড়েছে ৮০ জনের মতো। রাসয়নিক গ্যাসে এলাকায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চলছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- অসমকে বিদেশিমুক্ত করতে পারবে না এনআরসি, ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিস অফিসার জানিয়েছেন, ঘটনার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ শ্রমিক। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে অনুমান। প্রচুর দাহ্য পদার্থ রয়েছে ওই কারখানায়। একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। এমনটাই দাবি করছেন স্থানীয়রা।
শিরপুরের পুলিস জানাচ্ছে, এখনও পর্যন্ত ৮টি দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলার দফতরের কর্মীরা। উদ্ধারকাজে নজরদারি রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছন পুলিস, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসরারও।