Delhi Fire: দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২৬
নিহতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)।
নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ঝলসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ দেন অনেকেই। শেষ খবর অনুযায়ী, ৫০ জনকে উদ্ধার করা গিয়েছে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রাহুল গান্ধী।
জানা গিয়েছে, পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ওই বহুতলটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। যখন আগুন লাগে, তখন ওই বহুতলে ছিলেন বহু মানুষ। দমকা হাওয়ার দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকায়।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০ ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, পরে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়। যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীর। শেষ খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আনে। কীভাবে ঘটল এমন ঘটনা? তা কিন্তু এখনও স্পষ্ট নয়।
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in the fire in Delhi. The injured would be given Rs. 50,000 : PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 13, 2022
Distressed by the tragic fire accident at a building near Mundka Metro Station in Delhi. My condolences to the bereaved families. I wish for speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) May 13, 2022
Pained by the tragic loss of lives in the Delhi fire near Mundka Metro station. Heartfelt condolences to the bereaved families and wishing the injured a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2022
আগুন হাত থেকে বাঁচতে গিয়ে আহত হয়েছেন অনেকেই। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।