জেল হওয়ার ভয়ে এখন ছেলেরা আর মেয়েদের সঙ্গে কথা বলে না: ফারুক আবদুল্লা
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলির ঘটনায় বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লা। জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান এই নেতা বলেন, "এখন যা ঘটছে তাতে ছেলেরা ভয়ে মেয়েদের সঙ্গে কথা বলতে চাইছে না। কারণ তাহলেই হয়তো কোনও মেয়ে যৌন হেনস্থার অভিযোগ আনবে আর ছেলেটাকে জেলে যেতে হবে।"
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলির ঘটনায় বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লা। জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান এই নেতা বলেন, "এখন যা ঘটছে তাতে ছেলেরা ভয়ে মেয়েদের সঙ্গে কথা বলতে চাইছে না। কারণ তাহলেই হয়তো কোনও মেয়ে যৌন হেনস্থার অভিযোগ আনবে আর ছেলেটাকে জেলে যেতে হবে।"
এরপর জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী আবদুল্লা বলেন, "সত্যি বলতে আমিও এখন মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পাই। এমনকী আমি ভয়ে মহিলা সেক্রেটারিও রাখি না। কে জানি আমাকেও হয়তো কারও অভিযোগের ভিত্তিতে মিস্টার গাঙ্গুলির মতই গ্রেফতার করা হতে হবে।" এরপর অবশ্য তিনি বলেন, এর জন্য আমি মেয়েদের দোষ দিচ্ছি না, আমি দায়ী করছি সমাজকে। সমাজ এখন এমন জায়গায় গিয়েছে যেখানে সবাইকে চাপে রাখা হচ্ছে। এটা ঠিক নয়। সত্যি, মিথ্যা বিচার করাই পরই কাউকে দোষী বলা উচিত, কারও বিরুদ্ধে অভিযোগ আনা হলেই এখন সমাজ তাঁর সঙ্গে দাগি আসামীর মত আচরণ করে।
এই কথা বলার মাধ্যমে ফারুক আবদুল্লা কার্যত অশোক গাঙ্গুলির পাশে দাঁড়ালেন। এমনকী বুঝিয়ে দিলেন অনেকে মহিলাই শুধু স্বার্থসাধনের জন্যই যৌন হেনস্থার অভিযোগ আনছে।
ফারুক আবদুল্লার মত বর্ষীয়াণ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। মহিলা সংগঠন, বেশ কয়েকজন সাংসদ ফারুকের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিষয়টিকে লঘু করে দেখানোর অভিযোগ এনেছে।
পরে অবশ্য নিজের মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে নেন ফারুক আবদুল্লা।